ঝাড়গ্রাম

সমবায় ব্যাঙ্কে কেন্দ্রের হস্তক্ষেপ, প্রতিবাদে তৃণমূল

সমবায় ব্যাঙ্কে কেন্দ্রের হস্তক্ষেপ, প্রতিবাদে তৃণমূল

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলিকে রিজার্ভ ব্যাঙ্কের আওতায় নিয়ে আসার জন্য অর্ডিনান্স জারি করেছে কেন্দ্র সরকার। এর প্রতিবাদে শুক্রবার ঝাড়গ্রাম শহর তৃণমূল ও ঝাড়গ্রাম ব্লক তৃণমূলের যৌথ উদ্যোগে বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের ঝাড়গ্রাম শাখার সামনে অবস্থান বিক্ষোভ করা হল।

সমবায় ব্যাঙ্কে কেন্দ্রের হস্তক্ষেপ, প্রতিবাদে তৃণমূল

ছিলেন জেলা তৃণমূলের সভাপতি বিরবাহা সরেন টুডু, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, শহর তৃণমূলের সভাপতি প্রশান্ত রায়, প্রাক্তন পুরপ্রধান তথা জেলা তৃণমূলের নেতা শিবেন্দ্রবিজয় মল্লদেব, ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা সরেন, জেলা পরিষদের বন-ভূমি কর্মাধ্যক্ষ মামনি মুর্মু, ঝাড়গ্রামের বিধায়ক সুকুমার হাঁসদা, গোপীবল্লভপুরের বিধায়ক চূড়ামণি মাহাতো, শহর তৃণমূলের নেতা অনিল দাস, রিংকা মুখার্জি, পুরসভার প্রাক্তন কাউন্সিলর ঘনশ্যাম সিংহ, কল্লোল তপাদার প্রমুখ।

আরও পড়ুন : সাতবাঁকি গ্রামে মৃত হাতিদের শোকে অরন্ধন, বন্ধ চাষের কাজ

শহর তৃণমূলের সভাপতি প্রশান্ত রায় অবস্থান-বিক্ষোভে কেন্দ্র সরকারের কড়া সমালোচনা করে বলেন, ‘‘রাজ্যের সাংবিধানিক অধিকার খর্ব করছে কেন্দ্র। অর্ডিনান্স জারি করে সমবায় ব্যাঙ্কগুলিকে রিজার্ভ ব্যাঙ্কের অধীনে আনা হলে গ্রামাঞ্চলের মানুষের অধিকার ক্ষুন্ন হবে। সমবায় ব্যাঙ্কগুলিকে রিজার্ভ ব্যাঙ্কের অধীনে এনে গ্রামীণ অর্থনীতির উপরই আঘাত হানার চেষ্টা হচ্ছে।’’

আরও পড়ুন ::

Back to top button