সুশান্তের শেষ সিনেমার নাচের ভিডিও ভাইরাল
সুশান্তের শেষ সিনেমা ‘দিলবেচারা’ নিয়ে দর্শকের আগ্রহের শেষ নাই। এর আগে সিনমোটির টিজার দেখে উচ্ছ্বসিত হয়েছেন দর্শক। সুশান্তের অভিনয় দেখে ইমশনাল হয়ে গেছেন অনেকেই। এবার প্রকাশ হয়েছে এই সিনেমার টাইটেল গানের ভিডিও।
ভিডিওটিতে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে বাজছে দিলবেচারার টাইটেল ট্র্যাক। আরও শুটিংয়ের আগে অনুশীলন করছেন সুশান্ত। তাকে নির্দেশনা দিচ্ছেন কোরিওগ্রাফার ফারহা খান।
সকলের প্রিয় সুশান্তও ফারহানের নির্দেশ মত পারফর্ম করার চেষ্টা করছেন। সুশান্তের ‘দিল বেচারা’র টাইটেল ট্র্যাকের এই ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কোরিওগ্রাফার ফারহা খান নিজেই। ভিডিওর সব শেষে মজা করে কোরিওগ্রাফার ফারহার হাতে চুম্বন করতেও দেখা যায়, তার বাধ্য ছাত্র সুশান্তকে।
আরও পড়ুন : রহস্যময়ী নারীর সঙ্গে অন্তরঙ্গতা রণবীরের, ভাইরাল ভিডিও
ফারহা খান এই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘কখনও কখনও এই স্মৃতিগুলো থেকে বের হয়ে আসা যায় না। কারণ, এই স্মৃতিগুলো একটা সুন্দর গল্পকে মনে করায়, যেটা কখনও শেষ হয়ে যাবে, আমরা ভাবতেও পারি নি। এটা সুশান্তের প্রতিভ ও পরিশ্রমের কিছু ঝলক। ধন্যবাদ সুশান্ত ও পরিচালক মুকেশ ছাবরাকে।’
সম্প্রতি পরিচালক মুকেশ ছাবরা জানিয়েছেন, ফারহা ‘দিল বেচারা’ গানের টাইটেল ট্র্যাকের কোরিওগ্রাফির জন্য কোনও পারিশ্রমিক নেননি।
আরও পড়ুন : এখন পর্যন্ত আলিয়ার জীবনে এসেছে ৫ জন পুরুষ
মুকেশের কথায়, ফারহাকে পারিশ্রমিকের কথা জিজ্ঞাসা করলে বলেন, ‘মুকেশ তুই কি পাগল হয়ে গিয়েছিস? এটা তোর প্রথম ছবি। তুই আমার ভাই। তোর প্রযোজককে বলিস, এই সিনেমায় আমি বিনামূল্যে কোরিওগ্রাফ করলাম শুধুমাত্র তোর এবং সুশান্তের জন্য।’