ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম পুরসভার সবুজের অভিযান

ঝাড়গ্রাম পুরসভার সবুজের অভিযান

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: অরণ্যসুন্দরী ঝাড়গ্রাম শহরের সবুজ ফেরাতে উদ্যোগী হল ঝাড়গ্রাম পুরসভা। বুধবার পুরসভার উদ্যোগে শহরের রাজ কলেজ কলোনী এলাকার সরকারি জমিতে প্রায় তিনশোরও বেশি নানা ধরনের গাছের চারা রোপণ করলেন জেলাশাসক আয়েষা রানি সহ প্রশাসনের আধিকারিকেরা।

এবছর করোনার জন্য সরকারিভাবে বনমহোৎসবের উচ্ছ্বাস নেই। জেলায় বনদপ্তরের উদ্যোগে সরকারিভাবে বনমহোৎসবের কোনও খবরও নেই। তবে পুরসভার উদ্যোগে এবং ঝাড়গ্রাম জেলা প্রশাসন ও ঝাড়গ্রাম বন বিভাগের সহযোগিতায় এদিন নির্মীয়মান নতুন ডিএম অফিস লাগোয়া সরকারি জমিতে শাল, পিয়াশাল, দেবদারু বকুল প্রভৃতি গাছের চারা রোপণ করেন জেলাশাসক আয়েষা রানি, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) পীযূষ গোস্বামী, ডিএফও (ঝাড়গ্রাম) বাসবরাজ হলেইচ্চি, মহকুমাশাসক সুবর্ণ রায়, জেলা পরিকল্পনা আধিকারিক দেবাশিস চৌধুরী, পুর প্রশাসনিক বোর্ডের সদস্য প্রশান্ত রায় সহ বিশিষ্টজনেরা।

ঝাড়গ্রাম পুরসভার সবুজের অভিযান

আরও পড়ুন : বাইক-সিলিন্ডারের প্রতীকী ‘শ্মশানযাত্রা’য় কেন্দ্রের বিরুদ্ধে সরব যুব তৃণমূল

পুর-প্রশাসক তথা মহকুমাশাসক (সদর) সুবর্ণ রায় জানালেন, শহরকে আরও সবুজ করার লক্ষ্যে এমন কর্মসূচি হয়েছে। প্রতিটি চারাগাছ বাঁশ ও জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। গাছগুলির দেখভাল ও পরিচর্যা করবে পুরসভা।

আরও পড়ুন ::

Back to top button