জাতীয়

১০০ টাকা ঘুষ না দেওয়ায় কিশোর ডিম বিক্রেতার ডিম ভর্তি গাড়ি উল্টে দিল পুলিশ !দেখুন সেই ভিডিও

১০০ টাকা ঘুষ না দেওয়ায় কিশোর ডিম বিক্রেতার ডিম ভর্তি গাড়ি উল্টে দিল পুলিশ !দেখুন সেই ভিডিও

ওয়েবডেস্ক : ঘুষ দিতেই হবে । ১০০ টাকা । তা না হলে রাস্তায় বসে ব্যবসা করতে দেওয়া হবে না । এমনটাই দাবি ছিল পুলিশের । ছোট্ট ছেলেটির কাছে ১০০ টাকাও এখন অনেক । লকডাউন আর করোনার জেরে বিক্রিবাটা একেবারেই তলানিতে ।

সেখানে ১০০ টাকা মুখের কথা নাকি । ১৪ বছরের ছেলেটি ঘুষ দিতে অস্বীকার করে । সেই রাগেই ডিম ভর্তি গোটা গাড়িটাই উল্টে ফেলে দেয় পুলিশ ।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইনদওরে । এই রাজ্যের মধ্যে করোনা সংক্রমণে সবচেয়ে খারাপ অবস্থা ইনদওরের । সে কারণেই সরকার থেকে জোড়-বিজোড় নীতি আনা হয়েছে । একদিন অন্তর অন্তর রাস্তার ডান দিক-বাম দিক করে হকাররা পসরা নিয়ে বসতে পারবেন ।

[ আরও পড়ুন : অত্যাাধুনিক হ্যামার মিসাইলে সজ্জিত করা হবে রাফাল যুদ্ধবিমান ]

ওই ছেলেটিও ডিম নিয়ে বসেছিল হকারি করতে । কিন্তু অভিযোগ, সে সময় পুলিশ এসে তাকে ওই জায়গা থেকে উঠে যেতে বলে । আর ব্যবসা করতে চাইলে ১০০ টাকা ঘুষ দেওয়ার কথা বলে ।

রাজি হয়নি ছেলেটি । এরপরেই ক্ষেপে গিয়ে তার ডিমের গাড়ি পুলিশ উল্টে দেয় বলে অভিযোগ । সেই ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।

সুত্র: News18

আরও পড়ুন ::

Back to top button