পৃথিবীতে আবার করোনা শনাক্তের রেকর্ড
এক সপ্তাহের ভেতর পৃথিবীতে আবার রেকর্ড সংখ্যক মানুষ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে যে তথ্য প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা গেছে গতকাল শুক্রবার পৃথিবীতে ২ লাখ ৮৪ হাজার ১৯৬ জন মানুষ আক্রান্ত হয়েছেন।
এর আগে ১৮ জুলাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে সর্বোচ্চ আক্রান্ত হয়েছিল, ২ লাখ ৫৯ হাজার ৮৫৪ জন।
শুক্রবার সর্বোচ্চ শনাক্তের ওই রিপোর্ট প্রকাশের পর থেকে শনিবার বাংলাদেশ সময় বিকেল ৬টা পর্যন্ত গোটা পৃথিবীতে আরও ২ লাখ ৪১ হাজার ৮১০ জন আক্রান্ত হয়েছেন।
[ আরও পড়ুন : সহকর্মীকে গুলি করে আত্মঘাতী পুলিশ অফিসার! ]
বাংলাদেশের পরিস্থিতি: এদিন সকাল ৮টা পর্যন্ত বাংলাদেশে আরও ২ হাজার ৫২০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। তাতে দেশে শনাক্ত রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ২১ হাজার ১৭৮ জন। এই সময়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে; তাতে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৭৪ জনে।
আইইডিসিআরের ‘অনুমিত’ হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ১১৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘণ্টায়। তাতে বাংলাদেশে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল মোট ১ লাখ ২২ হাজার ৯০ জন।
পৃথিবীর মোট হিসাব: আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, সেই ডিসেম্বর থেকে এখন পর্যন্ত গোটা পৃথিবীতে (রিয়েল টাইমে) রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫৯ লাখ ৫৬ হাজার ৪৩৮ জন। নতুন এই রোগটি থেকে মোট সুস্থ হয়েছেন ৯৭ লাখ ৫৪ হাজার ২৬২ জন। মারা গেছেন ৬ লাখ ৪৩ হাজার ৪১ জন।
[ আরও পড়ুন : ১৪ মাসের শিশুকন্যাকে ছুঁড়ে ফেললেন বাবা, কারন জানলে অবাক হবেন ! ]