ঝাড়গ্রাম

মাস্ক না পরায় স্বাস্থ্যবিধির পাঠ পড়ালেন মহকুমাশাসক

মাস্ক না পরায় স্বাস্থ্যবিধির পাঠ পড়ালেন মহকুমাশাসক

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: “একী, মাস্ক না পরে বাইরে বেরিয়েছেন কেন?” প্রশ্নকর্তা ঝাড়গ্রাম জেলা সদরের মহকুমাশাসক তথা ঝাড়গ্রাম পুরসভার প্রশাসক সুবর্ণ রায়। শনিবার বিকেলে ঝাড়গ্রাম শহরে লকডাউন পরিস্থিতি সরেজমিনে দেখতে বেরোন মহকুমাশাসক।

এদিন লকডাউন সর্বাত্মক হলেও বিকেলের দিকে মাস্ক না-পরে কিছু লোকজন পথে নেমেছিলেন। রবীন্দ্রপার্ক এলাকায় মাস্কবিহীন অবস্থায় কয়েকজন যুবককে ঘুরে বেড়াতে দেখে তাঁদের হাতে ছাপানো কাগজ ধরিয়ে দিয়ে জোরে জোরে পড়তে বলেন মহকুমাশাসক।

মাস্ক না পরায় স্বাস্থ্যবিধির পাঠ পড়ালেন মহকুমাশাসক

[ আরও পড়ুন : জন্মদিনে ভবঘুরেদের ভুরিভোজ করালেন টিএমসিপি-র রাজ্য নেতা ]

জেলাশাসকের জারি করা স্বাস্থ্যবিধি সংক্রান্ত পালনীয় বিষয়গুলি মুদ্রিত ছিল ওই লিফলেটে। এরপরে ওই যুবকদের বুঝিয়ে মহকুমাশাসক বলেন, “সারা দেশে অতিমারীর পরিস্থিতি দেখেও আপনারা সচেতন হচ্ছেন না কেন!” যুবকেরা কথা দেন, তাঁরা আর এরকম করবেন না।

মাস্ক না পরায় স্বাস্থ্যবিধির পাঠ পড়ালেন মহকুমাশাসক

[ আরও পড়ুন : ঝাড়গ্রামে সবুজের সৌন্দর্য ফেরাতে উদ্যোগী পুরসভা ]

পরে শহরের বিভিন্ন পার্ক পরিদর্শন করেন পুর-প্রশাসক। ইউথ ক্লাব মাঠে মাস্কবিহীন শিশুদের খেলতে দেখে অভিভাবকদের ডেকে সচেতন করেন তিনি।

মাস্ক না পরায় স্বাস্থ্যবিধির পাঠ পড়ালেন মহকুমাশাসক

এক অভিভাবক নিজে মাস্ক পরলেও সন্তানকে মাস্ক পরাননি। তাঁকে বাড়িতে পৌঁছে দিয়ে মহকুমাশাসক বলেন, “এবারে বুঝিয়ে ছেড়ে দিলাম। পরের বার আর এই ভুল করবেন না।”

[ আরও পড়ুন : মুখে মাস্ক কই? পথে নেমে প্রশ্ন পুর-প্রশাসকের ]

 

আরও পড়ুন ::

Back to top button