ঝাড়গ্রাম

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সাত কৃতীকে সংবর্ধনা দিল বেলিয়াবেড়া থানার পুলিশ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সাত কৃতীকে সংবর্ধনা দিল বেলিয়াবেড়া থানার পুলিশ

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের বাড়ি গিয়ে সংবর্ধনা দিল ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার পুলিশ।

বৃহস্পতিবার ওই থানা এলাকার ৭ জন কৃতীদের হাতে স্মারক, ফুলের তোড়া আর মিষ্টির প্যাকেট তুলে দেন বেলিয়াবেড়া থানার অফিসার-ইনচার্জ সৌরভ ঘোষ। বেলিয়াবেড়া থানা এলাকার এবার মাধ্যমিকে প্রথম তিনটি স্থান পেয়েছে চারজন।

[ আরও পড়ুন : নিয়ম না মানলে শাস্তি! ঝাড়গ্রামে করোনা সচেতনতায় শিক্ষকের ভূমিকায় প্রশাসক ]

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সাত কৃতীকে সংবর্ধনা দিল বেলিয়াবেড়া থানার পুলিশ

তারা হল তন্ময় দাস (৬৫৮), তৃষিকা রায় (৬৫০) ও জয়দীপ সাহু (৬৩৬) এবং মৌমিতা রানা (৬৩৬)। উচ্চ মাধ্যমিকে প্রথম তিন জন হল দেবব্রত সাহু (৪৭৯), শম্পা সাহু (৪৭৫) ও সুস্মিতা সাহু (৪৭৪)।

[ আরও পড়ুন : হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী ]

 

আরও পড়ুন ::

Back to top button