ঝাড়গ্রাম

স্বপ্নজিতের স্বপ্ন সফল করতে পাশে ‘শাল-মহুয়া ফাউন্ডেশন’

স্বপ্নজিতের স্বপ্ন সফল করতে পাশে ‘শাল-মহুয়া ফাউন্ডেশন’

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: স্বপ্নজিতের স্বপ্ন সফল করতে পাশে দাঁড়াল ঝাড়গ্রাম শহরের সমাজসেবামূলক সংগঠন ‘শাল-মহুয়া ফাউন্ডেশন’। মাধ্যমিকের কৃতী ছাত্র স্বপ্নজিৎ ঘোষের হাতে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের সমস্ত পাঠ্যবই তুলে দিলেন সংস্থার প্রতিনিধিরা। স্বপ্নজিৎ ভবিষ্যতে চিকিৎসক হতে চায়।

কিন্তু বাধা অভাব। দরিদ্র মেধাবী ছাত্রটির বাড়িতে গিয়ে উচ্চ মাধ্যমিক স্তরের সমস্ত বই দিয়ে এসেছেন শাল-মহুয়া ফাউন্ডেশনের সদস্যরা। সংস্থাটি অভাবী মেধাবীদের পড়াশোনার খরচ বহন করা থেকে তাদের বই কিনে দেওয়ার মতো নানা ধরনের পরিষেবা দিয়ে থাকে। সংস্থার কর্মকর্তা তন্ময় সিংহ জানান, ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকার ওই মেধাবী ছাত্রটি এ বছর মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে।

[ আরও পড়ুন : ডিজিটাল ইন্ডিয়া-র পথে আরও এক ধাপ এগিয়ে দেশ ]

ওই পড়ুয়ার অভিভাবকেরা পড়াশোনার খরচ বহন করতে গিয়ে সমস্যায় পড়েছেন। বিষয়টি জানতে পেরেই তাকে পাঠ্যবই দিয়ে সাহায্য করা হয়েছে। ছেলেটি ভবিষ্যতে চিকিৎসক হতে চায়। আগামী দিনে পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে স্বপ্নজিতের স্বপ্নপূরণে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তন্ময়বাবুরা।

আরও পড়ুন ::

Back to top button