খেলাজাতীয়

ধোনিকে আবেগভরা চিঠি মোদির

ধোনিকে আবেগভরা চিঠি মোদির

ব্যাট হাতে ইনিংসের শেষটাই ছিল সব চেয়ে চমকপ্রদ। সেই কারণেই বিশেষজ্ঞরা তার নাম দিয়েছিলেন ‘ফিনিশার’। আন্তর্জাতিক ক্রিকেট জীবনের ‘ফিনিশিং’টাও নিজস্ব ভঙ্গিতেই করেছেন মহেন্দ্র সিং ধোনি। সবাইকে অবাক করে দিয়ে আচমকা অবসর ঘোষণা করে দিয়েছেন। ভারতের বিশ্বজয়ী অধিনায়কের অবসর গ্রহণের ৫ দিন পর তাকে চিঠি লিখেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দীর্ঘ চিঠির একটি অংশে প্রধানমন্ত্রী ধোনির উদ্দেশে লিখেছেন, ‘শুধুমাত্র ক্যারিয়ারের সংখ্যাতত্ত্ব আর ম্যাচ জেতার হিসাব দিয়ে এমএস ধোনির নাম স্মরণ করা ঠিক হবে না। নিছক ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে দেখলেও আপনার প্রতি সুবিচার করা হয় না। আপনার অবদানকে এক বিশেষ ফেনোমেনন হিসেবে দেখাটাই ঠিক হবে।’

[ আরও পড়ুন : সময়ের অনেক আগেই ভারতে করোনার ভ‌্যাকসিন, ইঙ্গিত ICMR-এর ]

মোদির সেই চিঠিটি সোশ্যাল সাইটে শেয়ার করেছেন ধোনি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে তিনি লিখেছেন, ‘এক জন শিল্পী, সৈনিক অথবা খেলোয়াড় এটুকু স্বীকৃতির জন্যই কাজ করেন যে, তাদের কঠোর শ্রম আর আত্মত্যাগ সবার নজরে আসছে এবং তার মূল্যায়‌ন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার মূল্যায়ন ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ।’

 

আরও পড়ুন ::

Back to top button