এবার কেন্দ্রীয় মন্ত্রীর ওয়েবসাইটে সাইবার হামলা পাক হ্যাকারদের
এবার কেন্দ্রীয় মন্ত্রীর ওয়েবসাইটে সাইবার হামলা পাক হ্যাকারদের। তাও আবার স্বাধীনতা দিবসের দিন। যদিও মঙ্গলবারই বিষয়টা সামনে এসেছে। মন্ত্রী নিজেই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন।
জানা গিয়েছে, স্বাধীনতা দিবসের দিন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডির (G Kishan Reddy) ওয়েবসাইট হ্যাক হয়। আর এই দুষ্কর্মের পিছনে রয়েছে পাকিস্তানের (Pakistan) হ্যাকররা। মন্ত্রীর ওয়েবসাইটে স্বাধীন কাশ্মীর, পাকিস্তান সংক্রান্ত পোস্ট করে তারা। একইসঙ্গে ভারত সরকারকে হুঁশিয়ারিও দেয় তারা। এদিন জি কিষান রেড্ডির অফিস থেকে ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে।
[ আরও পড়ুন : এবার চিনের দিকে ‘এয়ার ডিফেন্স সিস্টেম’ তাক করল ভারত ]
তাঁদের তরফে বলা হয়েছে, মন্ত্রীর ওয়েবসাইট মেরামতির কাজ চলছে। আপাতত আমজনতা ওয়েবসাইটটি রিচ করতে পারবেন না। পাকিস্তানের হ্যাকাররাই ওয়েবসাইটটিকে টার্গেট করেছে।
যদিও এতে কোনওরকম প্রয়োজনীয় তথ্য বা মন্ত্রীর ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে যায়নি। স্রেফ ওয়েবসাইটটিকে হ্যাক করতে পেরেছিল। তাই ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করতেই কাজ করছেন প্রযুক্তিবিদরা। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিক মন্ত্রী ও আরএসএসের ওয়েবসাইটকে টার্গেট করেছে হ্যাকাররা।
সূত্র : সংবাদ প্রতিদিন