ঝাড়গ্রাম

কারখানায় স্বাস্থ্যবিধি শিকেয়, ক্ষুব্ধ শ্রম দপ্তরের আধিকারিক-দল

কারখানায় স্বাস্থ্যবিধি শিকেয়, ক্ষুব্ধ শ্রম দপ্তরের আধিকারিক-দল

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: করোনা পরিস্থিতি সত্ত্বেও উপযুক্ত স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না ঝাড়গ্রাম জেলার মানিকপাড়ার বালাজি পেপার মিলে এবং বরিয়া এলাকার রশ্মি সিমেন্ট কারখানায়।

বুধবার জেলার ডেপুটি শ্রম কমিশনার বিতান দে-র নেতৃত্বে শ্রম দপ্তরের এক প্রতিনিধি দল জেলার ৬ টি কারখানা পরিদর্শন করেন। কীভাবে ওই কারখানা গুলিতে শ্রমিকেরা কাজ করছেন, সেই পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা।

আরও পড়ুন : মাদক পাচারকারীর সঙ্গে রিয়ার ভাইয়ের নিয়মিত যোগাযোগ ছিল!

জেলার সহকারি শ্রম কমিশনার সৌম্যনীল সরকার জানান, ওই দু’টি কারখানায় করোনার বিধি মানা হচ্ছে না। সেই কারণে ওই দু’টি কারখানা কর্তৃপক্ষকে অবিলম্বে উপযুক্ত স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়াও এদিন ঝাড়গ্রামের ইউনিগ্লোবাল পেপার মিল, কাঞ্চন অয়েল মিল, রশ্মি মেটালিক, রশ্মি ইস্পাত কারখানা পরিদর্শন করেন শ্রম দপ্তরের আধিকারিকদের বিশেষ দল।

কারখানায় স্বাস্থ্যবিধি শিকেয়, ক্ষুব্ধ শ্রম দপ্তরের আধিকারিক-দল

সম্প্রতি নবান্ন থেকে এক ভিডিও প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর নির্দেশে কারখানাগুলি পরিদশর্নের জন্য প্রতি জেলায় কমিটি গড়ে দেওয়া হয়েছে। এরপরে রাজ্য শ্রম দপ্তরের নির্দেশ আসে জেলায়। সেই নির্দেশ পেয়েই এদিন জেলার কারখানাগুলি পরিদর্শন করেন শ্রম-আধিকারিকেরা।

 

আরও পড়ুন ::

Back to top button