ঝাড়গ্রাম

অবাধে বেআইনি ভাবে মোরাম তোলায় বাড়ছে ভুমিক্ষয়

অবাধে বেআইনি ভাবে মোরাম তোলায় বাড়ছে ভুমিক্ষয়

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে বেআইনিভাবে মোরাম তুলে ট্রাক্টরে করে পাচার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মোরাম তোলা ও পরিবহণ করার ক্ষেত্রে ঝাড়গ্রাম জেলায় কিছু বিধি নিষেধ রয়েছে।

যে কারণে গত কয়েক বছর ধরে জেলায় মোরামের সঙ্কট দেখা দিয়েছে। অথচ বিনপুর এলাকায় রাস্তার ধার থেকে মোরাম তুলে পাচার করা হচ্ছে বলে অভিযোগ। ভূমি দপ্তরের অনুমতি ছাড়াই একশ্রেণীর অসাধু ঠিকাদার এমন বেআইনি কাজ করছে বলে অভিযোগ।

যত্রতত্র মাটি খুঁড়ে মোরাম তোলা হচ্ছে। এভাবে মোরাম তোলার ফলে একদিকে সরকারের রাজস্বের ক্ষতি হচ্ছে। অন্যদিকে, অপরিকল্পিত ভাবে মোরাম তোলার ফলে ভুমিক্ষয় বাড়ছে। অবিলম্বে এ ব্যাপারে প্রশাসন ব্যবস্থা নিক, এমনই দাবি উঠেছে।

 

আরও পড়ুন ::

Back to top button