জানা-অজানা

কীভাবে বুঝবেন স্ত্রী পরনিন্দাকারী?

কীভাবে বুঝবেন স্ত্রী পরনিন্দাকারী?

অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে গুজব রটানো, কারো ব্যক্তিগত বিষয়ে নাক গলানো, অযাচিত আলোচনা করাই হলো পরনিন্দা। অনেকেই পরনিন্দা করতে করতে এক সময় এর প্রতি আসক্ত হয়ে পড়ে। পুরুষদের মাঝে পরনিন্দা করার প্রবণতা থাকলেও তা নারীদের মধ্যে বেশি লক্ষণীয়।

আপনার স্ত্রী পরনিন্দা করেন কি না, তা জানার সহজ কৌশল জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই। চট জলদি সেটা দেখে নিন।

১। বাসায় ফেরার পর আপনার ইচ্ছে না থাকা সত্ত্বেও স্ত্রী যদি প্রতিবেশীদের ঝগড়া অথবা অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা শুরু করে, তাহলে বুঝবেন সে পরনিন্দাকারী।

২। সবকিছু বাড়িয়ে বলার অভ্যাস যদি থাকে। কোনো ঘটনাকে নিজের মতো বাড়িয়ে যদি কথা বলে এটা পরনিন্দার অন্যতম লক্ষণ।

৩। সুযোগ পেলেই যদি বান্ধবীদের বাড়িতে নিয়ে আসে, নানাবিধ বিষয় নিয়ে উচ্চস্বরে হেসে হেসে কথা বলে, তাহলে বুঝতে হবে সে পরনিন্দা করতে ভালোবাসে।

আরও পড়ুন: যেভাবে বুঝবেন তার জীবনে আপনার প্রয়োজন নেই

৪। অন্যের দুঃখ ও সমস্যার কথা যখন আপনার সঙ্গে আলোচনা করবে তখন চোখে-মুখে আনন্দের ছাপ যদি থাকে।

৫। যেকোনো কিছু ঘটলেই ফোনের মাধ্যমে বন্ধুদের জানাতে উৎসাহী থাকা।

৬। সবার ব্যক্তিগত জীবনের ওপর নজর রাখা। ঝগড়া-বিবাদ, শ্বশুরবাড়ির সমস্যা এবং অনেক ধরনের গল্প শোনা যদি তার নিত্যদিনের বিনোদনের মাধ্যম হয়।

৭। কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো ছবি পোস্ট করলে স্ত্রী যদি মন খারাপ করে এবং নিজের ভাগ্যকে দোষারোপ করে তাহলে ধরে নিন সে পরনিন্দায় অভ্যস্ত।

৮। নিজের জীবনকে অন্যের সঙ্গে তুলনা করে। শুধু তাই নয় সে ছাড়া সবাই ধনী হচ্ছে- এমনটা দাবি করা পরনিন্দার অন্যতম লক্ষণ।

 

আরও পড়ুন ::

Back to top button