বলিউড

সন্তানকে নিয়ে ‘সিরিয়াস ম্যান’ নওয়াজউদ্দিন

সন্তানকে নিয়ে ‘সিরিয়াস ম্যান’ নওয়াজউদ্দিন

সন্তানের ওপর অভিভাবকদের বাসনা জোর করে চাপিয়ে দেয়ার বিষয়টিকে কাহিনি করে সুধীর মিশ্র পরিচালনা করেছেন ‘সিরিয়াস ম্যান’।

নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত সিনেমাটি শুক্রবার স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।

সিরিয়াস ম্যানের শুরু থেকে শেষ পর্যন্ত নওয়াজই সর্বেসর্বা। নিম্নবর্গ থেকে উঠে আসা একজন বাবার চরিত্রে অভিনয় করেন তিনি।

ব্যক্তিগত জীবনের যাবতীয় বিতর্ক দূরে সরিয়ে রেখে নিজেকে অভিনয়ে ঢেলে দেন এ বলিউড তারকা।

আরও পড়ুন : সোফিয়ার বছরে আয় ৩১৫ কোটি টাকা

লেখক ও সাংবাদিক মনু জোসেফের উপন্যাস নিয়ে এ সিনেমা বানানো হয়েছে। শিশুশিল্পী অক্ষনাথ দাস, নওয়াজের স্ত্রীর চরিত্রে ইন্দিরা তিওয়ারি, শ্বেতা বসু প্রসাদ থেকে দক্ষিণী তারকা নাসের পর্যন্ত সকলেই নওয়াজের পার্শ্ব অভিনেতা হিসেবেই ছবিতে রয়েছেন।

‘বাস্তব’-এর পর বহুদিন পর বলার মতো চরিত্রে অভিনয় করতে দেখা গেল মারাঠি অভিনেতা সঞ্জয় নারভেকরকে।

গান ছাড়া ভারতীয় সিনেমা কল্পনা করা না গেলেও একটি মাত্র ব্যাকগ্রাউন্ড সং ছাড়া সিরিয়াস ম্যানে আর কোনও গান নেই।

Serious Men | Official Trailer | Nawazuddin Siddiqui, M. Nasser, Sudhir Mishra | Netflix

আরও পড়ুন ::

Back to top button