খেলা

মেসিকে পাওয়ার আশা ছাড়েনি ম্যানসিটি

মেসিকে পাওয়ার আশা ছাড়েনি ম্যানসিটি

গত মৌসুম শেষে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আলোচ্য বিষয় ছিল, লিওনেল মেসি কী বার্সেলোনায় থাকবেন কী থাকবেন না? রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকার নতুন ঠিকানা কি ম্যানচেস্টার সিটি? অবশ্য প্রশ্নগুলোর উত্তর এখন সবার জানা। তবে সামনের মৌসুম শেষে বার্সা থেকে ফ্রি ট্রান্সফারে দল ছাড়তে পারবেন মেসি। আর তাই বার্সেলোনা কিংবদন্তি মেসিকে দলে ভেড়ানোর আশা এখনো ছাড়েনি ইংলিশ জায়ান্ট সিটি। আগামী মৌসুমে আর্জেন্টাইন তারকাকে পেতে আবারও জোর প্রস্তুতি নিচ্ছে ক্লাবটি। এমনটাই জানিয়েছেন ম্যানসিটির প্রধান অপারেটিং অফিসার ওমার বেরাদা।

নতুন মৌসুমের শুরুতে মেসি বার্সা ছাড়তে চাইলে তাকে দলে ভেড়ানোর দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে ছিল ম্যানসিটিই। পেপ গার্দিওলার সঙ্গে সুসম্পর্কও তেমন ইঙ্গিত দিচ্ছিল। ম্যানসিটিও বিশাল অঙ্কের অর্থ প্রস্তাব দিয়েছিল মেসির জন্য। তবে বার্সেলোনা জানিয়ে দেয়, রিলিজ ক্লজের ৭০০ মিলিয়ন পরিশোধ না করলে তাকে ছাড়বে না তারা। ফলে মেসিকে বাধ্য হয়েই আরও এক মৌসুম কাতালান ক্লাবে থাকার সিদ্ধান্ত নিতে হয়।

তবে আগামী মৌসুমেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে তার। নতুন করে আর কোনো চুক্তিতে রাজি না হলে, আগামী মৌসুমে ফ্রিতেই তাকে কিনতে পারবে যে কোনো ক্লাব। আর সেক্ষেত্রে মেসি ম্যানসিটিতে আসবেন বলে বিশ্বাস বেরাদার।

আরও পড়ুন: মেসির জন্য ‘বিশ্বকাপ’ জিততে চান স্কালোনি

স্থানীয় একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে বেরাদা বলেন, ‘মেসি অসাধারণ একজন প্রতিভাবান ফুটবলার। তিনি বিশ্বসেরা ফুটবলার। আমি মনে করি, বিশ্বের যে কোনো ক্লাব তাকে দলে পেতে উঠেপড়ে লাগবে। তবে বিষয়টা হচ্ছে, সে ম্যানসিটিতে খেলার আগ্রহ জানিয়েছে। গত বছর তার সঙ্গে যেভাবে কথা হয়েছে, তাতে বিশ্বসেরা ফুটবলার আমাদের দলে যোগ দিতে চায় এই ভাবনাটা পরিষ্কার হয়েছে আমাদের।’

তিনি আরো বলেন, ‘আগামীতে কি হবে সেটা এখনই বলা মুশকিল। আপনি যদি ক’দিন আগের সময়গুলোর কথা চিন্তা করেন তাহলেই বুঝতে পারবেন, আগামী গ্রীষ্মে কি হবে তা বলা সম্ভব না। কারণ বার্সা কোনোভাবেই চাইবে না তাদের সেরা খেলোয়াড়কে হারাতে।’

তবে মেসির জন্য যে কোনো কিছু করতে রাজি ম্যানসিটি এমনটাই ইঙ্গিত দিলেন বেরাদা। তার ভাষ্যে, ‘মেসি এমন একজন ফুটবলার যাকে দলে ভেড়ানোর জন্য আপনি স্বাভাবিক প্রচেষ্টার চেয়েও অনেক বেশি কিছু করবেন।’

 

আরও পড়ুন ::

Back to top button