দুটো দলই নিজেদের অস্তিত্ব বাঁচতে উঠে পড়ে লেগেছে, গত লোকসভা নির্বাচনে জোটের ভরাডুবি তারই প্রমাণ।
এই অবস্থায় আগামী বিধানসভা নির্বাচনে জোটের মুখ্যমন্ত্রী পদ প্রার্থী হেভিওয়েট হলে,বিজেপি- তৃণমূল কে টক্কর দিতে পারবে এবং দু-দলই হারানো জমি ফিরে পাবে।
সেজন্যই জোটের মুখ যদি অধীর বাবুকে করা হলে কর্মী সমর্থকেরা চাঙ্গা হয়ে সংঘবদ্ধ লড়াই করতে পারবে। অধীর বাবুর গ্রহণযোগ্যতা এই মুহুর্তে মমতা ব্যানার্জির পরেই আছে,বামেদের সেই হেভিওয়েট কোন মুখ নেই যাকে সামনে রেখে নির্বাচনে লড়াই করবে।
আরও পড়ুন: এবার কি রাজনীতি ছেড়ে দিচ্ছেন মুকুল পুত্র?
এছাড়া কিছুদিন আগে অধীর বাবু এক বিবৃতিতে জানান বাম-কংগ্রেস জোট হচ্ছেই তার জন্য কর্মী-সমর্থক দের প্রস্তুত থাকতে বলেছেন। আপাতত মুখ্যমন্ত্রী মুখ ঘোষনা না করলেও অধীর বাবুকে সামনে রেখে মরন বাঁচন লড়াইয়ে নামছে বাম-কংগ্রেস জোট। ২০২১ পশ্চিম বঙ্গে ত্রিমুখী লড়াই দেখার অপেক্ষায় বঙ্গবাসীর।