ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম শহরে তৃণমূলের বঙ্গধ্বনি যাত্রা

স্বপ্নীল মজুমদার

Story Highlights
  • এদিন সকালে জামদা এলাকার সরেন পেট্রল পাম্প থেকে শুরু হয় ৪ নম্বর ওয়ার্ডের কর্মসূচি।
  • সরকারের উন্নয়নের রিপোর্ট কার্ড মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন তৃণমূলের নেতারা।

ঝাড়গ্রাম শহরে তৃণমূলের বঙ্গধ্বনি যাত্রা

ঝাড়গ্রাম: জেলা জুড়ে শুরু হয়েছে তৃণমূলের বঙ্গধ্বনি যাত্রা। সরকারের উন্নয়নের রিপোর্ট কার্ড মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন তৃণমূলের নেতারা। মানুষের অভাব অভিযোগ শুনে সমস্যা মেটানোর প্রতিশ্রুতি দিচ্ছেন। রবিবার ঝাড়গ্রাম শহরের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি করলেন ঝাড়গ্রাম শহর তৃণমূলের নেতারা।

এদিন সকালে জামদা এলাকার সরেন পেট্রল পাম্প থেকে শুরু হয় ৪ নম্বর ওয়ার্ডের কর্মসূচি। পরে ৫ নম্বর ওয়ার্ডের অশোক বিদ্যাপীঠ স্কুল এলাকা থেকে শুরু হয়ে বিকেলে ৬ নম্বর ওয়ার্ডের সাবিত্রী সিনেমা হলের মোড় থেকে পুরো ওয়ার্ড এলাকায় পুরবাসীর কাছে রিপোর্ট কার্ড তুলে দেওয়া হয়।

আরও পড়ুন : ঝাড়গ্রামে রক্ত দিয়ে মানুষের পাশে টিএমসিপি

সন্ধ্যা পর্যন্ত ওই কর্মসূচি হয়। কর্মসূচিতে ছিলেন তৃণমূলের জেলা কমিটির সদস্য রিংকা মুখার্জি, শহর তৃণমূলের সহ সভাপতি গোবিন্দ সোমানি, শহর যুব তৃণমূলের সহ সভাপতি উজ্জ্বলকান্তি পাত্র, প্রাক্তন কাউন্সিলর কবিতা ঘোষ, জেলা কমিটির সদস্য গৌতম মাহাতো, ৪ নম্বর ওয়ার্ডের সক্রিয় কর্মী গণেশ পাল সহ আরও অনেকে।

আরও পড়ুন ::

Back to top button