আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত নন মার্কিন প্রেসিডেন্ট, কোভিড টেস্টের রিপোর্ট এল নেগেটিভ

করোনায় আক্রান্ত নন মার্কিন প্রেসিডেন্ট, কোভিড টেস্টের রিপোর্ট এল নেগেটিভ
মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট জো বিডেন

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট জো বিডেনের কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এল। হোয়াইট হাউসের অ্যাডভাইজার কেড্রিক রিচমন্ড করোনা আক্রান্ত হওয়ার পরই সুরক্ষার কারণে জে বিডেনের কোভিড টেস্ট করা হয়।

তবে সেই রিপোর্ট নেগেটিভ এসেছে। জানা গিয়েছে, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে অনেকটা সময় ধরে প্রেসিডেন্ট ইলেক্ট জো বিডেনের সঙ্গে বার্তালাপ করেছিলেন কেড্রিক রিচমন্ড। তারপরই তাঁর কোবিড রিপোর্ট পজিটিভ আসে।

মঙ্গলবার জো বিডেনের সঙ্গে নির্বাচনী প্রচারে জর্জিয়াতে গিয়েছিলেন কেড্রিক রিচমন্ড। সেখান থেকে ফেরার পরেই অসুস্থ বোধ করায় তাঁর কোভিড টেস্ট হয়। পরবর্তী কালে সেই রিপোর্ট হাতে এলে দেখা যায়, করোনা পজিটিভ কেড্রিক রিচমন্ড।

আরও পড়ুন: আক্রান্ত ম্যাঁক্রো, কোয়ারেন্টিনে পম্পেও

সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের মুখপাত্র কেট বেডিংফিল্ড বলেছেন, কেড্রিক রিচমন্ড প্রেসিডেন্ট ইলেক্ট জো বিডেনের কাছাকাছি মোটেও ছিলেন না। বৃহস্পতিবার জো বিডেনের কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।

গত কয়েকদিন ধরে মার্কিন মুলুকে দৈনিক সংক্রমণের গতি সীমাহীন বেড়ে গিয়েছে। মোটামুটি প্রতিদিন ৩ হাজার ৫৮০ জনের উপরে মৃত্যুর খবর আসছে। আক্রান্তদের শুধু হাসপাতালে ভর্তি করতে হচ্ছে, দেখতে দেখতে ১৯ দিন হয়ে গেল।

শুধু ফাইজার বায়োটেক নয়, দ্বিতীয় কোভিট প্রতিষেধক অনুমোদন সংক্রান্ত বিষয় নিয়েও চলছে ভাবনা চিন্তা।

 

সুত্র: লেটেস্ট লি

আরও পড়ুন ::

Back to top button