Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

করোনার মধ্যেই অজানা রোগ ! এই জটিল রোগে আক্রান্ত ৪৪, মৃত্যু ৯ জনের

করোনার মধ্যেই অজানা রোগ ! এই জটিল রোগে আক্রান্ত ৪৪, মৃত্যু ৯ জনের

করোনার বিরুদ্ধে লড়ছে দেশ । আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে । গত কয়েক মাসে মহামারিতে মৃত্যুর সংখ্যাও অনেক । এরই মধ্যে আবার নতুন অজানা রোগের উপদ্রব ! যার নাম মিউকরমাইকোসিস ।

দিল্লি এবং মুম্বইয়ের পর আহমেদাবাদেও মিউকরমাইকোসিস (Mucormycosis) রোগে আক্রান্ত ৪৪ জন । ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৯ জনের ।

করোনার ভ্যাকসিন এখনও পাননি মানুষ, তার মধ্যে আবার নতুন এই রোগ চিন্তা বাড়াচ্ছে দেশবাসীর । এর আগে এই রোগের নাম ছিল জাইগোমাইকোসিস (Zygomycosis) ।

মিউকরমাইকোসিস হল এক ধরণের জটিল ছত্রাকের সংক্রমণ । প্রধানত নাক বা চোখ দিয়ে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা । দ্রুত রোগ চিহ্নিত করে চিকিত্‍সা শুরু হলে রোগীদের সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি ।

আরও পড়ুন: যুদ্ধবিমান,ড্রোন উড়িয়ে ভারতকে যুদ্ধের হুংকার পাকিস্তানের

কিন্তু তা না হলে মৃত্যুও হতে পারে রোগীদের । ডায়াবেটিস রোগীদের জন্য আরও চিন্তার বিষয় । কারণ তাদের এই রোগে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি ।

দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে দু’দিন আগেই নতুন করে এই রোগে আক্রান্ত ১২ জন রোগীকে চিহ্নিত করা হয়েছে ।

মুম্বইতেও বেশ কয়েকজন এই রোগে আক্রান্ত বলে জানা গিয়েছে । এবার আহমেদাবাদেও ৪৪ জনের মিউকরমাইকোসিসের মতো জটিল রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে ।

 

সুত্র: নিউজ ১৮ বাংলা

আরও পড়ুন ::

Back to top button