জাতীয়

ভারতের প্রথম চালক-বিহীন ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ভারতের প্রথম চালক-বিহীন ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী - West Bengal News 24

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৮শে ডিসেম্বর ভারতের প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় চালক-বিহীন ট্রেনের উদ্বোধন করবেন। যেটি্ চলবে দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইনে। ডিএমআরসি জানালো বৃহস্পতিবার। ৩৭ কিমি দীর্ঘ ম্যাজেন্টা লাইন জনকপুরী পশ্চিম স্টেশনের সঙ্গে বোটানিক্যাল গার্ডেন স্টেশনের সংযোগ ঘটিয়েছি।

“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৮শে ডিসেম্বর ২০২০তে দেশের প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় চালক-বিহীন ট্রেনের উদ্বোধন করবেন ৩৭ কিমি দীর্ঘ ম্যাজেন্টা লাইনে(জনকপুরী পশ্চিম থেকে বোটানিক্যাল গার্ডেন) এবং চালু করবেন ন্যাশানাল কমন মোবলিটি কার্ডের(এনসিএমসি) ২৩ কিমি বিমানবন্দর এক্সপ্রেস লাইনে(নয়া দিল্লি থেকে দ্বারকা সেক্টর ২১) যাতায়াতের জন্য,” এক বিবৃতিতে জানিয়েছে ডিএমআরসি।

আরও পড়ুন: জওয়ানদের মনোবল বাড়াতে লাদাখে সেনাপ্রধান নারাভানে

এনসিএমসি এক দেশ এক কার্ড রূপে পরিচিত। এটি অভ্যন্তরীণভাবে ব্যবহৃত পরিবহণ কার্ড যা দিয়ে্ বিভিন্ন ধরণের পরিবহণের ভাড়া মেটানো যাবে। যার মধ্যে রয়েছে দেশজুড়ে মেট্রো ও বাস পরিষেবা, টোল, পার্কিং এবং এমনকী খুচরো কেনাকাটা ও টাকাও তুলতে পারবেন এই কার্ডের গ্রাহকরা।

 

সুত্র: প্রথম কলকাতা

আরও পড়ুন ::

Back to top button