ঝাড়গ্রাম

পেন্সিলের শিস খোদাই করে মেরির কোলে যিশুর প্রতিকৃতি বানালেন শিক্ষক

স্বপ্নীল মজুমদার

পেন্সিলের শিস খোদাই করে মেরির কোলে যিশুর প্রতিকৃতি বানালেন শিক্ষক - West Bengal News 24

একেবারে অন্যরকম বড়দিন! পেন্সিলের শিস খোদাই করে এক সেন্টিমিটার উচ্চতার যিশু-মেরির প্রতিকৃতি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এক শিক্ষক! ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের বাসিন্দা প্রসেনজিৎ প্রধান। আতস কাঁচের তলায় একটি পেন্সিলের শিস রেখে অতিসূক্ষ্ম ছুরি আর সূঁচ দিয়ে খোদাই করে মেরির কোলে যিশুর প্রতিকৃতিটি তৈরি করেছেন।

সময় লেগেছে আড়াই ঘন্টা। প্রসেনজিৎবাবু নয়াগ্রামের চাঁদাবিলা এসসি হাইস্কুলের জীবনবিজ্ঞানের শিক্ষক। তিনি ভাল ছবি আঁকেন। বাতিল জিনিসপত্র দিয়ে নানা ধরনের অভিনব শিল্পকর্ম তৈরি করেন। তাঁর ছেলে নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠের একাদশ শ্রেণির পড়ুয়া অঙ্কনও বাবার মতো শিল্পী।

আরও পড়ুন : জামবনির ‘দত্তক’ গ্রামে প্রোটিন খামারের উদ্যোগ

লকডাউনে ঘরবন্দি অঙ্কন স্রেফ চক খোদাই করে সাত সেন্টিমিটার উচ্চতার একটি ছোট্ট মডেল (করোনা ভাইরাসের উপর তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছেন পুলিশ, চিকিৎসক ও নার্স) বানিয়ে সবাইকে অবাক করে দিয়েছিল। প্রসেনজিৎবাবু বলেন, ‘‘অবসরে শিল্পসৃষ্টিতেই আমাদের আনন্দ। নিজেদের শিল্পকর্ম নিয়ে একটা প্রদর্শনী করার ইচ্ছে রয়েছে।’’

আরও পড়ুন ::

Back to top button