ঢালিউড

নিজের রূপ রহস্যের কথা জানালেন জয়া

নিজের রূপ রহস্যের কথা জানালেন জয়া - West Bengal News 24

দুই বাংলায় সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিজের রূপ-লাবণ্য ধরে রাখার রহস্য এবার ফাঁস করলেন।

সম্প্রতি তিনি ‘ফর দ্য লাভ অফ ফুড’ নামের একটি টিভি অনুষ্ঠানে হাজির হন। সেখানে তিনি জানান তার রূপের রহস্যের কথা। বলেন, ছোটবেলায় নানির দেওয়া তেতো খাবারের অভ্যাসই তার ত্বক ও শরীর দুটোই ভালো রাখার রহস্য।’

আরও পড়ুন : বলিউডের নতুন জুটি রণবীর কাপুর-সারা?

জয়া আরও জানান, তিনি ভালো দই-পান্তা বানাতে পারেন। ডিম ভাজি দিয়ে ভাত খেতে পছন্দ করেন তিনি। ছোটবেলায় জয়ার নানি তাকে প্রচুর তেতো খাবার খাওয়াতেন। এখনও সেই অভ্যাস রয়ে গেছে তার। কারণ, তেতো খেলে ত্বক ও শরীর দুটোই ভালো থাকে।

ফাস্টফুড কিংবা বাইরের খাবার প্রসঙ্গে জয়া বলেন, আমি খেতে ভালোবাসি, তাই খাওয়া নিয়ে এতো কিছু ভাবি না। বাংলাদেশের ঐতিহ্যবাহী সব খাবার সবই ভালো লাগে। সেটা ঘরের হোক কিংবা বাইরের। আবার মেক্সিকান, জাপানি ও কোরিয়ান খাবারও ভালো লাগে।

আরও পড়ুন ::

Back to top button