বলিউড
বডি পজিটিভিটি মুভমেন্ট নগ্ন ছবি পোস্ট করার এ কেমন আন্দোলন!
নেটদুনিয়া এক নতুন আন্দোলন চলছে। এর নাম বডি পজিটিভিটি মুভমেন্ট। এতে অংশ নিয়ে ভাইরাল হয়েছেন ভরতের মারাঠি অভিনেত্রী বনিতা খারাত। বনিতা খারাতের কথা আপনাদের মনে আছে তো? তিনি শাহিদ কাপুরের ‘কবীর সিং’য়ে সে পরিচালিকার ভূমিকায় অভিনয় করেছিলেন। তার অভিনয় প্রশংসিত হয়েছিল। কেউ কেউ বলছেন, নতুন বছরের একটি ক্যালেন্ডার শুটের জন্য ক্যামেরার সামনে নগ্ন হয়ে পোজ দিয়েছিলেন এই অভিনেত্রী।
আরও পড়ুন : ছেলের প্রেম নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শ্রাবন্তী
সেই ছবিটিই নিজের ইনস্টাগ্রাম (Instagram) প্রোফাইলে শেয়ার করেছেন তিনি। ইনস্টাগ্রাম ছবি পোস্ট দিয়েই তিনি থেমে থাকেননি এই অভিনেত্রী। তিনি সবাইকে হাতে হাত রেখে বডি পজিটিভিটি মুভমেন্ট এ যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন। ক্যাপশনে তিনি লিখেছেন তিনি তার মত। একই সংঙ্গে তিনি তার প্রতিভা, কাজের প্রতি আগ্রহ এবং আত্মবিশ্বাস এর জন্য গর্বিত।