জামুড়িয়াঃ জামুড়িয়া থানার বগুড়া চটি এলাকার জঙ্গলে বৃহস্পতিবার সকালে একটি কঙ্কাল পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। পুলিশ জানিয়েছে, সেটি এক মহিলার কঙ্কাল। বয়স আনুমানিক ৫০-৬০ বছর।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন সকালে জঙ্গলের মধ্যে কঙ্কালটি দেখতে পান স্থানীয় এক বাসিন্দা। আশপাশে হাড়গোড় ছড়িয়ে-ছিটিয়ে ছিল। তাঁর কাছে খবর পেয়ে এলাকার মানুষজন কঙ্কাল দেখতে ভিড় জমান। খবর দেওয়া হয় জামুড়িয়া থানায়। পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন : শনিবার বর্ধমানে জে পি নাড্ডার রোড শো ঘিরে চড়ছে রাজনৈতিক পারদ
পুলিশ জানিয়েছে, আশপাশের থানাগুলিতে খোঁজ নেওয়া হচ্ছে সাম্প্রতিক অতীতে কোনও মহিলা নিখোঁজ হয়েছেন কি না। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষার পরে কঙ্কালটি সম্পর্কে আরও তথ্য মিলতে পারে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
গত ২৯ ডিসেম্বর দুর্গাপুরের কাদারোড এলাকার একটি নর্দমা থেকে বস্তাবন্দী কঙ্কাল ও হাড়গোড় উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই এলাকার এক যুবক চার মাস আগে নিখোঁজ হয়েছেন। উদ্ধার হওয়া হাড়গোড় ওই যুবকের কি না তা তদন্ত করে দেখছে পুলিশ।