খেলা

যুবরাজ সিংয়ের বিরুদ্ধে আবার এফআইআর

যুবরাজ সিংয়ের বিরুদ্ধে আবার এফআইআর - West Bengal News 24

জাতপাত সংক্রান্ত পুরোনো বক্তব্যের জেরে যুবরাজ সিংয়ের নামে আবার এফআইআর হয়েছে হরিয়ানায়।

গত বছর জাতীয় ওপেনার রোহিত শর্মার সঙ্গে একটি ইনস্টাগ্রাম লাইভ সেশনে হাজির হয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার। সেখানেই তার একটি মন্তব্য নিয়ে তৈরি হয় বিতর্ক।

অভিযোগ, অন্য ক্রিকেটারকে নিয়ে মশকরা করতে গিয়ে দলিতদের অসম্মান করে বসেন যুবি।

পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন। তখন বলেন, ‘আমি কখনো জাত-পাত, বর্ণ কিংবা লিঙ্গের ভেদাভেদে বিশ্বাসী নই। আমি প্রতিটি মানুষকে সমানভাবেই দেখি ও তাদের কল্যাণে কাজ করার চেষ্টা করি। নিঃস্বার্থে একে অপরের পাশে দাঁড়ানোই জীবন।’

আরও পড়ুন : নিউজিল্যান্ডে ফের লকডাউন

যুবির নিঃশর্ত ক্ষমার পরও গোটা বিষয়টি নিয়ে রাগ জিইয়ে রেখেছিলেন হরিয়ানার বাসিন্দাদের একাংশ। তারই প্রমাণ মিলল এবার। সেই ঘটনার প্রায় আট মাস পর দায়ের হল এফআইআর।

টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, হরিয়ানার হিসারের এক আইনজীবী যুবরাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। হাঁসি থানায় বিশ্বকাপজয়ী তারকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ১৫৩এ, ২৯৫, ৫০৫ ধারায় মামলা রুজু হয়েছে। পাশাপাশি তফসিলি জাতি ও উপজাতি আইনের ৩ (১) (r) ও ৩ (১) (s) ধারাতেও অভিযোগ করা হয়েছে।

এর আগে একবার বিষয়টি নিয়ে মামলার মুখে পড়েন যুবরাজ। তখন আদালতের মাধ্যমে মীমাংসা করেন। এবার এখনো মুখ খোলেননি।

আরও পড়ুন ::

Back to top button