ঝাড়গ্রাম

কেক কেটে জেলার জন্মদিন পালন করলেন তৃণমূল নেতা

স্বপ্নীল মজুমদার

কেক কেটে জেলার জন্মদিন পালন করলেন তৃণমূল নেতা - West Bengal News 24

ঝাড়গ্রাম: লড়াইয়ের ময়দানে যেমন তিনি আছেন, তেমনই আছেন উদযাপনেও!

রবিবার (৪ এপ্রিল ২০২১) ঝাড়গ্রাম জেলার চতুর্থ বর্ষের আত্মপ্রকাশের দিনটিকে স্মরণীয় করে রাখলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাহাতো।

রবিবার রাতে ঝাড়গ্রাম স্টেডিয়াম রোডের দলীয় কার্যালয়ে কেক কেটে ঝাড়গ্রাম জেলার জন্মদিন পালন করলেন অজিত। ছিলেন দলের বহু কর্মী। মহিলাদের উপস্থিতি ছিল চোখে করার মত। অথচ এদিন অন্যান্য রাজনৈতিক নেতারা দিনটি কার্যত ভুলেই থাকলেন।

আরও পড়ুন : ঘুরিয়ে ধর্ষণের হুমকি! কৌশানীর উপর ক্ষুব্ধ শ্রীলেখা

২০১৭ সালের এই দিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম মহকুমার ৮টি ব্লককে নিয়ে গঠিত হয় পৃথক ঝাড়গ্রাম জেলা। এবার নির্বাচনী আদর্শ আচরণ বিধি জারি থাকায় সরকারিস্তরে জেলার জন্মদিন পালনের অনুষ্ঠান হয়নি। তবে বেসরকারি ভাবে কয়েকটি অনুষ্ঠান হয়েছে। তবে কেক কেটে অভিনব ভাবে জেলার জন্মদিন পালন করে সবার নজর করলেন অজিত।

কেক কেটে জেলার জন্মদিন পালন করলেন তৃণমূল নেতা - West Bengal News 24

এবার বিধানসভা ভোটে ঝাড়গ্রাম কেন্দ্রে অজিতের প্রার্থী হওয়ার সম্ভাবনা ছিল। শেষ মুহূর্তে ঝাড়খণ্ড পার্টি (নরেন) ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে শাসকদলের প্রার্থী হয়ে যান বিরবাহা হাঁসদা। তাতে রীতিমত হতাশ হন অজিতের বিপুল সংখ্যক অনুগামী।

কর্মীদের কাছে অজিত কতটা জনপ্রিয় সেটা বোঝা গেল এদিনও। কেক কাটার সময় এদিন রাতে অজিতকে ঘিরে থাকা কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন। অজিত বলেন, “বাংলার জনপ্রিয়তম মুখ্যমন্ত্রীর জন্যই ঝাড়গ্রাম আলাদা জেলার মর্যাদা পেয়েছে। সেজন্য এদিন নেত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে কেক কেটে জেলার জন্মদিন পালন করেছি।”

আরও পড়ুন ::

Back to top button