ঝাড়গ্রাম

বন প্রতিমন্ত্রী হয়েও স্কুটি চালাচ্ছেন বিরবাহা হাঁসদা

স্বপ্নীল মজুমদার

বন প্রতিমন্ত্রী হয়েও স্কুটি চালাচ্ছেন বিরবাহা হাঁসদা - West Bengal News 24

বিপুল ভোটে জিতে হয়েছেন বন প্রতিমন্ত্রী। অথচ লাল বাতি লাগানো গাড়িতে নয়, নিজের স্কুটি চালিয়ে দিব্যি ঝাড়গ্রামে ঘুরে বেড়াচ্ছেন বিরবাহা হাঁসদা।

বুধবার ঝাড়গ্রাম শহরের দুর্গা ময়দানে এক রক্তদান শিবিরের উদ্বোধক করতে নিজেই স্কুটি চালিয়ে এলেন বন প্রতিমন্ত্রী। যা দেখে উপস্থিত সকালে অবাক হয়ে গেলেন। দুর্গা ময়দান ক্লাবের উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর ঝাড়গ্রামে পদার্পণের ৮২ তম বর্ষ উপলক্ষে এদিন স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ১৯৪০ সালের ১২ মে ঝাড়গ্রামের দুর্গা ময়দানে স্বরাজের ডাক দিয়ে জনসভা করেছিলেন সুভাষচন্দ্র বসু।

এদিন বিরবাহা নেতাজির স্মারকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে উপস্থিত পুর-প্রশাসক প্রশান্ত রায়, টিএমসিপির জেলা সভাপতি আর্য্য ঘোষ, ঝাড়গ্রাম রেডক্রস সোসাইটির সম্পাদক সমাজসেবী বিষ্ণুপদ রায়, বিশিষ্ট আইনজীবী সোমনাথ চক্রবর্তী প্রমুখ নেতাজির স্মারকে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পরে শিবিরে ৩০ জন রক্তদান করেন। শিবিরের সহযোগিতায় ছিলেন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক চন্দন শতপথী ও ঝাড়গ্রাম ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ। দুর্গা ময়দান ক্লাবের অন্যতম কর্মকর্তা তন্ময় সিংহ বলেন, “ঝাড়গ্রামে সুভাষচন্দ্র বসুর জনসভার ৮২ তম বর্ষে আমরা বন প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলাম।

উনি স্কুটি চালিয়ে আসায় সবাই অবাক হয়ে যান। উনি যে সত্যিই জনগণের প্রতিনিধি সেটা প্রমাণ দিলেন।”

আরও পড়ুন ::

Back to top button