পুরুলিয়া

হামলায় মাথা ফাটল তৃণমূল নেতার, আক্রান্ত সাংবাদিক, ধৃত বিজেপি বিধায়কের ভাই

হামলায় মাথা ফাটল তৃণমূল নেতার, আক্রান্ত সাংবাদিক, ধৃত বিজেপি বিধায়কের ভাই - West Bengal News 24

ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষ। পুরুলিয়া শহরের তৃণমূল সভাপতি বিভাস দাসকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, পুরুলিয়া বিজেপির বিধায়ক সুজিত মুখার্জির ভাইয়ের নেতৃত্বে মঙ্গলবার রাতে হামলা চালানো হয় বিভাস দাসের ওপর। আহত ওই তৃণমূল নেতাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। খবর করতে গিয়ে আক্রান্ত হন এক চিত্র সাংবাদিকও। তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরপরই পুরুলিয়া সদর থানার বাইরে বিজেপি কর্মী সমর্থকেরা জমায়েত হয়। উল্টোদিকে একই ভাবে থানার সামনে বহু তৃণমূল কর্মী লাঠি নিয়ে হাজির হয়। পুলিশের সামনেই দু’পক্ষের মধ্যে বচসা বাধে। পরিস্থিতি সামাল দিতে নামে রাফ।

যদিও বিজেপির পাল্টা অভিযোগ, নাটক করছে তৃণমূল। ওই জেলায় বিজেপি ৬ টা আসনে জয়লাভ করেছে, পুরুলিয়া বিধানসভায় তৃণমূল হেরেছে, তাই তারা নাটক করছে। পুলিশের মদতে তাদের ওপরও চড়াও হয় তৃণমূল কর্মীরা বলে অভিযোগ বিজেপির। আহত হয়েছেন কয়েকজন বিজেপি কর্মীরাও। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত গোটা এলাকা। শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর।

সুত্র :আজকাল

আরও পড়ুন ::

Back to top button