আইন-আদালত

জনসন অ্যান্ড জনসনের ৬ কোটি ডোজ ভ্যাকসিন ফেলে দেয়ার নির্দেশ এফডিএর

জনসন অ্যান্ড জনসনের ৬ কোটি ডোজ ভ্যাকসিন ফেলে দেয়ার নির্দেশ এফডিএর - West Bengal News 24

জনসন অ্যান্ড জনসনকে কয়েক কোটি ডোজ ভ্যাকসিন ফেলে দেয়ার নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। শুক্রবার এমন নির্দেশ দেয় সংস্থাটি।

এক প্রতিবেদন অনুযায়ী, মোট ৬ কোটি ভ্যাকসিনের ডোজ ফেলা দিতে বলা হয়েছে জনসন অ্যান্ড জনসনকে। সেই সাথে দুই ব্যাচের ১ কোটি ভ্যাকসিন প্রয়োগের জন্য অনুমোদনও দেয়া হয়েছে।

এক বিবৃতিতে মার্কিন এফডিএ জানায়, যে ইমারজেন্ট বায়োসলিউশন ইনকর্পোরেশনের প্ল্যান্টে উৎপাদিত ভ্যাকসিনকে এখনই অনুমোদন দেওয়া হচ্ছে না। এর আগে এপ্রিল মাসে জনসন অ্যান্ড জনসন বাল্টিমোর সাইটে ভ্যাকসিনের উৎপাদন বন্ধ করেছিল এফডিএ। কারণ সেই একই সাইটে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের উপরকরণের উৎপাদন চলছিলো। যে কারণে জনসনের ভ্যাকসিনের ডোজের সেই ব্যাচে অপ্রয়োজনীয় উপকরণ মিশে তা নষ্ট করে দিয়েছিল।

এদিকে কয়েকদিন আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত রিপোর্ট জানানো হয়, ফিলাডেলফিয়াতে মজুদ থাকা জনসন অ্যান্ড জনসনের ৪২ হাজার ডোজের মেয়াদ শেষের পথে। এছাড়া পেনসিলভেনিয়া, ওহাও, ওকলাহোমা, আরকানসাসেও প্রচুর টিকার ডোজ মজুদ রয়েছে যেগুলোর মেয়াদও শিগগিরই শেষ হয়ে যাবে।

যুক্তরাষ্ট্রে জনসন অ্যান্ড জনসনের ২ কোটি ১৪ লাখ ডোজের মাত্র অর্ধেক ডোজ প্রয়োগ করা হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button