বিচিত্রতা

উড়ন্ত বিমানে ঘুমিয়ে পড়লেন পাইলট, অতপর…

উড়ন্ত বিমানে ঘুমিয়ে পড়লেন পাইলট, অতপর… - West Bengal News 24

বাস-ট্রাক কিংবা প্রাইভেটকারে চালকের ঘুমিয়ে পড়ার কথা আমরা অনেকবার শুনেছি। এতে অনেক সময় দুর্ঘটনাও ঘটেছে। কিন্তু এবার জানা গেল বিমানে পাইলট ঘুমিয়ে পড়ার কথা। ঘটনাটি অস্ট্রেলিয়ার।

দেশটির একটি চার্টার্ড ফ্লাইটের পাইলট ঘুমিয়ে পড়ায় যাত্রীবাহী বিমানকে গন্তব্য থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবতরণ করতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর ডেইলি মেইলের।

সোমবার ‘দি অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো’র (এটিএসবি) বরাত দিয়ে একথা জানিয়েছে যুক্তরাজ্যের এই গণমাধ্যম।

এটিএসবি’র পক্ষ থেকে বলা হয়েছে, গত ৮ নভেম্বরের একটি ফ্লাইট নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারার ঘটনা তদন্ত করছে তারা।

ফ্লাইট ট্র্যাকিং তথ্যানুসারে, ঘটনার দিন সকাল ছয়টা ২১ মিনিটে গন্তব্য থেকে ৪৬ কিলোমিটার দূরবর্তী কিং আইল্যান্ড এয়ারপোর্টে নিরাপদে অবতরণ করে বিমানটি।

অস্ট্রেলিয়ার গণমাধ্যম দি অস্ট্রেলিয়ানের মতে, এদিন পাইপার পিএ-৩১ নাভাজা ভিএইচ-টিডব্লিউইউ’র এই বিমান সাতটি ফ্লাইটের একটি ছিল এটি।

বিবৃতিতে এটিএসবি জানিয়েছে, তদন্তের সময় পাইলটদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটি চালানোর সময় ওই পাইলট ঘুমিয়ে পড়ার কারণেই এটি গন্তব্য থেকে ৪৬ কিলোমিটার দূরে চলে যায়।

তদন্ত শেষে আগামী বছরের মার্চে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে এটিএসবি।

আরও পড়ুন ::

Back to top button