রাজ্য

২৪ ঘণ্টায় রাজ্যে বাড়ল করোনার দৈনিক সংক্রমণ, মৃত্যু হয়েছে ৮ জনের

West Bengal Corona Update : ২৪ ঘণ্টায় রাজ্যে বাড়ল করোনার দৈনিক সংক্রমণ, মৃত্যু হয়েছে ৮ জনের - West Bengal News 24

আবহাওয়ার মতোই খামখেয়ালিপনায় মেতেছে রাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ। আগের দিনের তুলনায় দৈনিক সংক্রমণ ও মৃত্যু বেশ খানিকটা বেড়েছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৬৯ জন এবং মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৮ জন। শুধু তাই নয়, শনাক্তের হার অর্থা‍ত্‍ পজিটিভিটি রেটও বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার দীর্ঘদিন বাদে মৃত্যুহীন দিন পার করেছিল উত্তর ২৪ পরগনা। কিন্তু গত ২৪ ঘন্টায় ওই জেলায় করোনার ছোবলে নতুন করে প্রাণ হারিয়েছেন দুজন। দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যে শীর্ষেই রয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী জেলা।

শনিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আরও ৪২ হাজার ২০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় ৭৬৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার অর্থা‍ত্‍ পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ১ দশমিক ৮২ শতাংশে। রাজ্যে এ নিয়ে এখণও পর্যন্ত মারণ ভাইরাসে আক্রান্ত হলেন ১৫ লক্ষ ২৮ হাজার ১৯ জন। আগের দিনের তুলনায় যেমন দৈনিক সংক্রমণ বেড়েছে, তেমনই বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও।

গত ২৪ ঘন্টায় করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন ৮ জন। আগের দিন অর্থা‍ত্‍ শুক্রবার করোনায় আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনার বলি হলেন ১৮ হাজার ১৩৬ জন।’

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘রাজ্যে করোনা জয়ীর হার যথেষ্টই আশাপ্রদ। গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮১৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৪ লক্ষ ৯৮ হাজার ৭৭০ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮ দশমিক ০৯ শতাংশে। পাশাপাধি নিম্নমুখী অ্যাকটিভ কেসের সংখ্যাও। রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১১ হাজার ১১৩ জনে।’

সূত্র: এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button