জলপাইগুড়ি

​ফুল তুলতে গিয়ে বাইসনের হামলার শিকার, মৃত এক মহিলা

​ফুল তুলতে গিয়ে বাইসনের হামলার শিকার, মৃত এক মহিলা - West Bengal News 24

সাতসকালে বাইসনের তান্ডব মালবাজার শহরে। গরুমারা জঙ্গল থেকে বেরিয়ে বাইসানটি আচমকাই হামলা চালায়। মৃত্যু হয়েছে এক মহিলার। মৃতের নাম সীতা দেবী প্রসাদ। বয়স আনুমানিক ৫২ বছর।

ঘটনাটি ঘটেছে মাল শহরের ক্ষুদিরামপল্লীতে। শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ওই মহিলা। প্রাতঃভ্রমণ সেরে ফুল তোলার সময় আচমকাই বাইসনের মুখোমুখি পড়ে যান তিনি। কোন কিছু বোঝার আগেই বাইসনটি হামলা চলায় ওই মহিলার ওপর।

বাইসনের হামলার পর রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ওই মহিলা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। এরপর বাইসনটি গোটা এলাকা জুড়ে ছোটাছুটি শুরু করে দেয়। কখনও মাল শহরে কখনও বা পাশের বিধান নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঢুকে পড়ে।

এরপর স্থানীয়রা খবর দেয় হয় মাল স্কোয়াডের বনকর্মীদের। বাইসনটিকে কাবু করতে জলপাইগুড়ির বিশেষ ট্রাংগুলাইজ টিমকেও খবর দেওয়া হয়। কিছুক্ষণ পর বাইসনটিকে ঘুম পাড়ানি গুলি করে কাবু করা হয়।

সুত্র : কলকাতা টিভি

আরও পড়ুন ::

Back to top button