ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম পুরসভার নতুন চেয়ারপার্সনের দায়িত্বে কবিতা ঘোষ

স্বপ্নীল মজুমদার

ঝাড়গ্রাম পুরসভার নতুন চেয়ারপার্সনের দায়িত্বে কবিতা ঘোষ - West Bengal News 24

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম পুরসভার প্রশাসনিক বোর্ডের রদবদল করল রাজ্য সরকার। প্রশান্ত রায়কে সরিয়ে নতুন চেয়ারপার্সন করা হল কবিতা ঘোষকে। সোমবার দায়িত্ব নিলেন কবিতাদেবী। প্রাক্তন শিক্ষিকা কবিতাদেবী ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরমাতা। প্রশান্তবাবু ১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা। এছাড়া প্রশান্তবাবু শহর তৃণমূলের সভাপতি।

গত বছর নভেম্বরে তাঁকে চেয়ারপার্সনের পদে নিয়োগ করা হয়।

তৃণমূল সূত্রের খবর, প্রশান্তবাবু যেহেতু শহর তৃণমূলের সভাপতির পদে রয়েছেন, সেই কারণে তাঁকে পুর-চেয়ারপার্সন পদ থেকে সরানো হয়েছে।

আরও পড়ুন : ঘাগরা জলপ্রবাহে পড়ে গিয়ে পর্যটক দলের এক বালকের মৃত্যু

অন্যদিকে, বিদায়ী পুর-প্রশাসনিক বোর্ডের সদস্য কল্লোল তপাদারকে নতুন বোর্ডের ভাইস চেয়ারপার্সন করা হয়েছে। নতুন বোর্ডে কবিতাদেবী ছাড়াও আরও দু’জন প্রাক্তন পুরপিতা ও পুরমাতা যথাক্রমে রবিন মাহাতো ও সুমিতা দাস রয়েছেন।

সোমবার বিকেলে প্রশান্তবাবু আনুষ্ঠানিক ভাবে কবিতাদেবীকে দায়িত্ব বুঝিয়ে দেন। এরপর পুরভবনের তিনতলার হল ঘরে পুর কর্মচারী ও প্রাক্তন পুরপিতা ও পুরমাতারা কবিতাদেবীকে সংবর্ধনা দেন। কবিতাদেবী বলেন, “শহরবাসীকে পরিষেবা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। শহরের সমস্যাগুলি মেটাতেও আন্তরিকভাবে চেষ্টার ত্রুটি রাখব না।”

আরও পড়ুন ::

Back to top button