ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম রাজ কলেজে বসল পরিবেশ পর্যবেক্ষণ ডিস প্লে বোর্ড

স্বপ্নীল মজুমদার

ঝাড়গ্রাম রাজ কলেজে বসল পরিবেশ পর্যবেক্ষণ ডিস প্লে বোর্ড - West Bengal News 24

ঝাড়গ্রাম: দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় ঝাড়গ্রাম রাজ কলেজে বসল পরিবেশ পর্যবেক্ষণ সংক্রান্ত স্বয়ংক্রিয় ডিসপ্লে বোর্ড। সোমবার কলেজ প্রাঙ্গণে ওই বোর্ড বসানো হয়েছে।

জনস্বার্থে ডিসপ্লে বোর্ডটি কলেজ কর্তৃপক্ষ মেন গেটের কাছে বোর্ডটি বসিয়েছেন যাতে সেটি সহজেই সবার নজরে আসে।

ঝাড়গ্রাম রাজ কলেজের অধ্যক্ষ ড. দেবনারায়ণ রায় বলেন, ‘‘জেলায় প্রথম এই ধরনের ডিস প্লে বোর্ড বসানো হয়েছে।

আরও পড়ুন : লকডাউনে কাজই নেই, চিকিৎসার খরচ পাবেন কোথায়? নিজের গলা নিজেই কেটে ফেললেন এক বৃদ্ধ

ওই বোর্ডের তথ্য থেকে জানা যাবে শব্দদূষণের মাত্রা, বাতাসে ধূলিকণার পরিমাণ, কার্বন ডাই অক্সাইডের মাত্রা, নাইট্রোজেন ও সালফারের বিভিন্ন অক্সাইডের মাত্রা। বায়ুমণ্ডলের ওজ়ন গ্যাসের মাত্রাও জানা যাবে।’’

অধ্যক্ষ জানাচ্ছেন, এর ফলে ছাত্রছাত্রী, পরিবেশ গবেষক সহ সকলেই উপকৃত হবেন। ঝাড়গ্রামের পরিবেশের পরিস্থিতি সম্পর্কেও আগ্রহীরা জানতে পারবেন।

আরও পড়ুন ::

Back to top button