জাতীয়

সেপ্টেম্বরে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন এক নজরে

Bank Holidays in September 2021 : সেপ্টেম্বরে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন এক নজরে - West Bengal News 24

টেলিফোন বিল থেকে গ্যাস বুকিং, এখন প্রায় সমস্ত পরিষেবার জন্যেই মানুষ ডিজিটাল মাধ্যমের উপরে নির্ভরশীল । একই ভাবেবর্তমানে ব্যাঙ্কের প্রায় সব কাজই ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবার (Internet Banking) মাধ্যমে করা সম্ভব । কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু এমন কাজ থেকে যায় যেগুলি ব্যাঙ্কের শাখায় (Bank Branch) গিয়ে করতে হয় ।

এরকম পরিস্থিতিতে আপনার জন্য অত্যন্ত জরুরি এটা জেনে রাখা কোন কোন তারিখে বন্ধ থাকবে (Bank Holidays in September 2021) ব্যাঙ্ক । রিজার্ভ ব্যাঙ্কের তরফে ব্যাঙ্কের ছুটির লিস্ট জারি করা হয়ে থাকে । সেই অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ।

আরো পড়ুন : দেশে ফের বাড়ল দৈনিক সংক্রমণ, রেকর্ড টিকাকরণে ভারতের প্রশংসায় WHO

আরবিআই-এর ওয়েবসাইটে দেওয়া ছুটির লিস্ট (Bank Holidays List September 2021) অনুযায়ী, সেপ্টেম্বর ১২ দিন ব্যাঙ্কের ছুটি রয়েছে যার মধ্যে সাপ্তাহিক ছুটিও সামিল রয়েছে । প্রত্যেক রাজ্যের স্থানীয় উত্‍সব ও বিশেষ অনুষ্ঠান উপলক্ষ্যে ব্যাঙ্কের ছুটি দেওয়া হয়ে থাকে । ফলে বিভিন্ন রাজ্যে বেশ কিছু ছুটির দিন আলাদা আলাদা হয়ে থাকে ।

সেপ্টেম্বর মাসের ছুটির লিস্ট দেখে নিন এক নজরে-

>> ৫ সেপ্টেম্বর – রবিবার

>> ৮ সেপ্টেম্বর – শ্রীমন্ত শঙ্কদেবা তিথি (গুয়াহাটি)

>> ৯ সেপ্টেম্বর- তিজ হরিতালিকা (গ্যাংটক)

>> ১০ সেপ্টেম্বর – গণেশ চতুর্থী (আহমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, হায়দরাবাদ, মুম্বই, নাগপুর, পানাজি)

>> ১১ সেপ্টেম্বর – মাসের দ্বিতীয় শনিবার

>> ১২ সেপ্টেম্বর – রবিবার

>> ১৭ সেপ্টেম্বর – বিশ্বকর্মা পুজো (রাঁচি)

>> ১৯ সেপ্টেম্বর – রবিবার

>> ২০ সেপ্টেম্বর- ইন্দ্রযাত্রা (গ্যাংটক)

>> ২১ সেপ্টেম্বর – শ্রীন নারায়ণ গুরু সমাধি দিবস (কোচি, তিরুঅন্ততপুরম)

>> ২৫ সেপ্টেম্বর – মাসের চতুর্থ শনিবার

>> ২৬ সেপ্টেম্বর – রবিবার

সূত্র : নিউজ ১৮

আরও পড়ুন ::

Back to top button