বাঁকুড়া

বড় খবর : ভাঙন বিজেপিতে!‌ তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক

বড় খবর : ভাঙন বিজেপিতে!‌ তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক - West Bengal News 24

বড় ধাক্কা বিজেপির (BJP)। দল ছাড়লেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন তিনি। বিধায়কের তন্ময়ের কথায়, ‘রাজ্যের উন্নয়ন যজ্ঞে শামিল হতেই তৃণমূলে যোগ দিলাম।’ অদূর ভবিষ্যতে বহু বিজেপি বিধায়ক ঘাসফুল শিবিরে যোগ দেবেন বলে জানিয়েছেন ব্রাত্য। ফলে রাজ্যের বিজেপি বিধায়কের সংখ্যা দাঁড়াল ৭৪।

দীর্ঘদিন ধরেই তৃণমূলের স্থানীয় নেতা ছিলেন ব্যবসায়ী তন্ময়। একাধিক ব্যবসার মালিক তিনি। পাশাপাশি বিষ্ণুপুর তৃণমূলের শহর সভাপতি ছিলেন তিনি। হঠাত্‍ করে একুশের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন তন্ময়। গেরুয়া শিবিরে যোগদানের পরদিনই বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। ভোটে জয়ও পান। গত তিন মাস ধরে বিজেপির বিধায়ক হিসেবে কাজ করছিলেন তিনি।

আরো পড়ুন : ফের শুভেন্দুকে বাধা, পথ আটকে লাউড স্পিকারে ‘গদ্দার হঠাও’ স্লোগান তুলল তৃণমূল

হঠাত্‍ দিন কয়েক আগে বাঁকুড়ার রাজনীতির পট পরিবর্তন হয়। পুরসভায় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনিও বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই তন্ময় ঘোষের সঙ্গে তৃণমূলের প্রাক্তন বিধায়ক শুভাশিস বটব্যালের যোগাযোগ বাড়ছিল। তার পরই হঠাত্‍ এই দলবদল।

সূত্র: সংবাদ প্রতিদিন

আরও পড়ুন ::

Back to top button