জাতীয়

বিজয় রুপানির চেয়ারে কাকে বসাবে বিজেপি? আজই রাতেই গুজরাতে অমিত শাহ

Amit Shah : বিজয় রুপানির চেয়ারে কাকে বসাবে বিজেপি? আজই রাতেই গুজরাতে অমিত শাহ - West Bengal News 24

বিজয় রুপানির ইস্তফার পর গুজরাতের নতুন মুখ্যমন্ত্রী কে? এই জল্পনার মধ্যেই আজ রাতের মধ্যে গুজরাত পৌঁছচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, রাজ্যের সব বিজেপি বিধায়ককে যত দ্রুত সম্ভব গান্ধিনগরে আসতে বলা হয়েছে।

বিজয় রুপানির উত্তরসূরি বাছতে গান্ধিনগরে দলের রাজ্য সদর কার্যালয়ে তড়িঘড়ি বৈঠকে বসেন বিজেপি-র সিনিয়র নেতারা। বৈঠকে উপস্থিত রয়েছেন বিজেপি-র সর্বভারতীয় সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা বি এল সন্তোষ, কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্য এবং পরষোত্তম রুপালারা।

বিজয় রুপানির পদত্যাগের সঙ্গে সঙ্গেই এর থেকেই স্পষ্ট, দলের নির্দেশেই ইস্তফা দিতে হয়েছে গুজরাতের মুখ্যমন্ত্রীকে। তার পর পরিকল্পনা অনুযায়ী রুপানির উত্তরসূরি বাছার কাজটাও দ্রুত শুরু করে দিয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপি-র তত্‍পরতা থেকে স্পষ্ট, যত দ্রুত সম্ভব রুপানির উত্তরসূরিকে বাছার প্রক্রিয়া শেষ করতে চাইছে তারা। অমিত শাহ গুজরাত পৌঁছনোর পরই সেই ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল।

আরও পড়ুন : দিল্লি এয়ারপোর্ট না সুইমিং পুল? ধরতে পারবেন না! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

উত্তর প্রদেশের মতোই গুজরাতও বিজেপি-র কাছে প্রেস্টিজ ইস্যু। সূত্রের খবর, রুপানির কাজে একেবারেই সন্তুষ্ট ছিলেন না নরেন্দ্র মোদি, অমিত শাহ সহ বিজেপি-র শীর্ষ নেতারা। তাই বিধানসভা নির্বাচনের আগে সময় থাকতেই রুপানিকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হল।

গুজরাতের মুখ্যমন্ত্রীর আচমকা ইস্তফার ঘটনায় বিজেপি-কে তীব্র আক্রমণ শানিয়েছে কংগ্রেস। গুজরাতের বিরোধী দলনেতা কংগ্রেসের পরেশ ধনানি বলেন, ‘গুজরাতের মানুষ বিজেপি সরকারকে ক্ষমতা থেকে সরানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তাঁরা এমন সরকার চায় যাঁরা গরিব, কৃষক এবং গ্রামের কথা শোনে।’

যদিও রুপানির পরিবর্তে কে গুজরাতের মুখ্যমন্ত্রী হবেন, তা নিয়ে চরম গোপনীয়তা অবলম্বন করেছে বিজেপি। নীতিন প্যাটেল, মনসুখ মান্ডব্যর মতো দু’ একজনের নাম হাওয়ায় ভাসলেও সেগুলি অনেক বেশি অনুমান ভিত্তিক। নির্বাচনের মাত্র বছর দেড়েক আগে গুজরাতে এমন কাউকে দায়িত্ব দিতে চাইছে বিজেপি, যিনি রুপানির ব্যর্থতা ঢেকে দিয়ে রাজ্যের মানুষের মধ্যে তৈরি হওয়া ক্ষোভ প্রশমন করতে সমর্থ হবেন।

সূত্র: নিউজ ১৮

আরও পড়ুন ::

Back to top button