ঝাড়গ্রাম

সিভিল সার্ভিস পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান পাওয়া প্রাক্তনীকে সংবর্ধনা দিল কুমুদকুমারী ইনস্টিটিউশন

স্বপ্নীল মজুমদার

Subhankar Bala UPSC : সিভিল সার্ভিস পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান পাওয়া প্রাক্তনীকে সংবর্ধনা দিল কুমুদকুমারী ইনস্টিটিউশন - West Bengal News 24

ঝাড়গ্রাম: সিভিল সার্ভিস পরীক্ষায় এ রাজ্যে প্রথম এবং জাতীয় স্তরে প্রথম একশোর মধ্যে ৭৯ তম স্থান পেয়েছেন ঝাড়গ্রামের ভূমিপুত্র বছর ছাব্বিশের শুভঙ্কর বালা। ঝাড়গ্রাম কুমুদকুমারী ইনস্টিটিউশনের প্রাক্তনী শুভঙ্করকে স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হল।

বৃহস্পতিবার স্কুলের এইচএস ভবনে শুভঙ্করের হাতে ফুলের স্তবক ও স্মারক তুলে দেন স্কুল পরিচালন কমিটির সভাপতি শিবেন্দ্রবিজয় মল্লদেব ও স্কুলের প্রধানশিক্ষক বিশ্বজিৎ সেনগুপ্ত। ছিলেন সহকারী প্রধানশিক্ষক নিরঞ্জন মান্না সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। ঝাড়গ্রাম শহরের বাসিন্দা শুভঙ্করের বাবা রাজনারায়ণ বালা অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক। মা ছবি গৃহবধূ।

Subhankar Bala UPSC : সিভিল সার্ভিস পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান পাওয়া প্রাক্তনীকে সংবর্ধনা দিল কুমুদকুমারী ইনস্টিটিউশন - West Bengal News 24

ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন থেকে ২০১১ সালে মাধ্যমিক ও ২০১৩ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ঝাড়গ্রাম মহকুমার মধ্যে প্রথম হন শুভঙ্কর। তারপর সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষায় সফল হয়ে তেলেঙ্গানার এনআইটি ওয়ারেঙ্গেলে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে বি-টেক শেষ করার পরই একটি বেসরকারি সংস্থায় ২০১৭ সালে চাকরি পেয়ে যান তিনি।

আরও পড়ুন : মেধাতালিকা বিভ্রাটে তদন্ত কমিটি করল বিশ্বভারতী

২০২০ সালের সেপ্টেম্বরে কলকাতায় ইউপিএসসি-র সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা ও পরে দিল্লিতে মূল পরীক্ষা দিয়েছিলেন। গত আগস্ট মাসে ইন্টারভিউ হয়েছিল। শুভঙ্কর বলেন, ‘‘চাকরি ছেড়ে সমাজ মাধ্যম থেকে দু’বছর নিজেকে সরিয়ে রেখেছিলাম। কোচিং না নিয়ে প্রতিদিন নিয়মিত পড়াশোনা করেছি, ইচ্ছে থাকলে সফল হওয়া যায় আমি মনে করি।

নিজের রাজ্যে আইএএস ক্যাডার হিসেবে কাজ করার ভীষণ ইচ্ছে রয়েছে।’’ স্কুলের প্রধানশিক্ষক বিশ্বজিৎ সেনগুপ্ত বলেন, ‘‘ঝাড়গ্রামের মাটির ছেলে আমাদের স্কুলের প্রাক্তনী আইএএস হয়েছে, এটা আমাদের কাছে সবচেয়ে বেশি গর্বের।’’

আরও পড়ুন ::

Back to top button