জাতীয়

পুজোর মুখে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম! দেখে নিন কলকাতায় কত হল রান্নার গ্যাসের দাম

LPG Price Hike : পুজোর মুখে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম! দেখে নিন কলকাতায় কত হল রান্নার গ্যাসের দাম - West Bengal News 24

পুজোর মুখে মধ্যবিত্তদের জন্য দুসংবাদ। জুলাই-আগস্ট-সেপ্টেম্বরের পর অক্টোবরের শুরুতেই ফের বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের (LPG Price Hike) দাম। তাও আবার একধাক্কায় ১৫ টাকা। পাল্লা দিয়ে বেড়েছে পেট্রল-ডিজেলের দামও। সবমিলিয়ে পুজোর আগেই মধ্যবিত্তের হেঁশেলে ফের মূল্যবৃদ্ধির ছেঁকা। রান্নার গ্যাস-সহ পেট্রল-ডিজেলের দাম বাড়ায় স্বাভাবিকভাবেই বাড়বে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামও।

এখন প্রতি মাসেই বদলাচ্ছে রান্নার গ্যাসের দাম। গত তিন মাস ধরেই ঊর্ধ্বমুখী ১৪.২ কেজি এলপিজির দাম। পুজোর মাসেও তার ব্যতিক্রম হল না। একধাক্কায় অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম। উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে কলকাতায় ৯১১ টাকা ছিল এলপিজি সিলিন্ডারের দাম। অক্টোবরে তা বেড়ে হল ৯২৬ টাকা। গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকছে না ভরতুকিও। এলপিজি সংস্থাগুলির দাবি, আন্তর্জাতিক বাজারে এলপিজির উপাদানগুলির দাম বেড়েছে। তার সঙ্গে সামঞ্জস্য রাখতেই বাড়ানো হচ্ছে দাম।

আরও পড়ুন : ২০৩ দিনে সর্বনিম্ন দেশের অ্যাক্টিভ কেস, ১৮ হাজারের গণ্ডীতে দৈনিক সংক্রমণ

শুধু রান্নার গ্যাস নয়। বেড়েছে পেট্রল-ডিজেলের দামও। বৃহস্পতিবার কলকাতায় লিটার প্রতি পেট্রল বিকোচ্ছে লিটার প্রতি ১০৩ টাকা ৬৫ পয়সায়। বুধবারের তুলনায় ২৯ পয়সা বেড়েছে পেট্রলের দাম। ঊর্ধ্বমুখী ডিজেলের দামও। বুধবারের তুলনায় ৩৬ পয়সা বেড়ে ডিজেলের দাম দাঁড়িয়েছে লিটার প্রতি ৯৪ টাকা ৫৩ পয়সায়। দিল্লি, মুম্বই, চেন্নাইতেও বেড়েছে জ্বালানির দাম।

প্রসঙ্গত, চলতি বছর পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের পর নিয়মিত বৃদ্ধি পেয়েছে জ্বালানির মূল্য। করোনার মধ্যে আর্থিক সংকটে ভুগতে থাকা সাধারণ মানুষের কপালের ভাঁজও গভীর হয়েছে। এরপর গত ২২ আগস্ট সামান্য কমেছিল দাম। কিন্তু ফের তা বাড়তে শুরু করেছে। তবে আন্তর্জাতিক বাজারে বর্তমানে জ্বালানি তেলের দাম স্থিতিশীল।

সূত্র: সংবাদ প্রতিদিন

আরও পড়ুন ::

Back to top button