রাজ্য

ঘূর্ণিঝড় জাওয়াদ আতঙ্কে বাতিল বেশ কয়েকটি ট্রেন, জেনে নিন বিস্তারিত

Cyclone Jawad: ঘূর্ণিঝড় জাওয়াদ আতঙ্কে বাতিল বেশ কয়েকটি ট্রেন, জেনে নিন বিস্তারিত - West Bengal News 24

প্রবল বেগে পূর্বভাগের দিকে ধেঁয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ । অন্ধ্র এবং ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে এই ঝড়। প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও। হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের ফলে ৩ ডিসেম্বর থেকে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও হাওড়ায় অল্প বৃষ্টি হবে।

৪ ডিসেম্বর বৃষ্টির দাপট বাড়বে। কলকাতা, দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, হাওড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। ৬ ডিসেম্বরও বৃষ্টিপাত হতে পারে।

উত্তরবঙ্গের মালদহ, দুই দিনাজপুর, কালিম্পয়েও বৃষ্টি হতে পারে। জাওয়াদ আতঙ্কে ইতিমধ্যে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে ।

22644 পাটনা-এর্নাকুলাম বাই-উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস

12508 শিলচর-তিরুবনন্তপুরম সেন্ট্রাল এক্সপ্রেস

22201 শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস

15644 কামাক্ষা-পুরী এক্সপ্রেস

12509 বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট-গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেস

15905 কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস

শুক্রবার থেকে রাতের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়তে পারে। ইতিমধ্যে প্রশাসনের তরফে মত্‍স্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button