বিচিত্রতা

৩০ বছর পর ভেসে উঠল পুরনো গ্রাম! (দেখুন ভিডিও)

৩০ বছর পর ভেসে উঠল পুরনো গ্রাম! (দেখুন ভিডিও) - West Bengal News 24

অনাবৃষ্টির কারণে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে স্পেন-পর্তুগাল সীমান্তে অবস্থিত একটি জলাধার।

বর্তমানে জলাধারটির মাত্র ১৫ ভাগ জল অবশিষ্ট আছে।

আর জল শুকিয়ে যাওয়ার কারণে জলধারের নিচে থাকা আকেরেদো নামের পুরনো গ্রামটি ফের দেখা যাচ্ছে।

১৯৯২ সালে জল ধরে রাখার জন্য কৃত্রিমভাবে গ্রামটি জলাধার তৈরি করা হয়। সেই সময় জলাধারের মাঝে পড়ে যায় গ্রামটি। ফলে যখন জলাধারটি জল দিয়ে পূর্ণ করা হয় তখন গ্রামটিও জলের নিচে তলিয়ে যায়।

নতুন করে গ্রামটি চোখের সামনে ওঠে আসার পর এটি দেখতে স্পেনের অনেক মানুষ সেখানে ভীড় করছেন। ঘুরে ঘুরে তারা দেখছেন পুরনো বাড়িগুলো।

ড্রোন থেকে তোলা সেই গ্রামের একটি ভিডিও নেট দুনিয়ায় এখন ভাইরাল।

ভিডিওতে দেখা যাচ্ছে জলের নিচে থাকার কারণে বাড়িগুলোর রঙ ধূসর হয়ে গেছে। অনেক বাড়ির ছাদ ভেঙে গেছে। আশে পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসাবশেষ।

ওই অঞ্চলের মেয়র মারিয়া দেল কারমান ইয়ানেজ জানিয়েছেন, অনাবৃষ্টি এমন পরিস্থিতি সৃষ্টি করেছে। তাছাড়া পর্তুগালের বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠানও জল শুকিয়ে যাওয়ার জন্য দায়ী। কারণ তারা অনিয়ন্ত্রিতভাবে এ জলাধারের জল ব্যবহার করেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরও পড়ুন ::

Back to top button