ঝাড়গ্রাম

মায়ের পরিচয়েই শিশুর বার্থ সার্টিফিকেট

স্বপ্নীল মজুমদার

মায়ের পরিচয়েই শিশুর বার্থ সার্টিফিকেট - West Bengal News 24

ঝাড়গ্রাম: বাবার পরিচয় জানা নেই। তাই এতদিন বার্থ সার্টিফিকেট মেলেনি আড়াই বছরের ছোট্ট শুভম মল্লিকের। অবশেষে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বিডিও রথীন বিশ্বাসের হস্তক্ষেপে শিশুটির বার্থ সার্টিফিকেট হল।

বাবার পরিচয়ে নয়, শুভমের বার্থ সার্টিফিকেট হয়েছে তার মা রীণা মল্লিকের পরিচয়েই। শুক্রবার স্থানীয় কুলটিকরি গ্রাম পঞ্চায়েত অফিসে ‘দুয়ারে সরকার’ শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে শুভমের মায়ের হাতে শিশুটির বার্থ সার্টিফিকেট তুলে দেন বিডিও।

আরও পড়ুন :: আনন্দ মুখরিত স্কুলের অঙ্গন

বার্থ সার্টিফিকেট প্রদানের সময়ে ছিলেন কুলটিকরি পঞ্চায়েতের প্রধান সুষমা কিস্কু পাতর, সাঁকরাইল ব্লকের ডিডিএমও সমরেশ সামন্ত, ব্লকের ইঞ্জিনিয়ার ফাল্গুনী পাত্র, স্থানীয় সমাজসেবী আশিস খাটুয়া। দুয়ারে সরকার শিবিরগুলি থেকে মানুষজন পরিষেবা পাচ্ছেন। শুভমের বার্থ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে দৃষ্টান্ত তৈরি করেছে ব্লক প্রশাসন।

ঝাড়গ্রাম সুচেতনা মহিলা সংস্থার সম্পাদিকা সমাজকর্মী স্বাতী দত্ত বলেন, ‘‘প্রশাসনের এই সদর্থক ভূমিকা প্রশংসনীয়। বর্তমান যুগে একক মায়ের পরিচয়েই সন্তান বড় হতে পারবে। সামাজিকভাবে মাথা উঁচু করে চলতে পারবে। মায়ের পরিচয়েই শিশুটির সুস্থভাবে বড় হয়ে ওঠার অধিকার রয়েছে।’’

বিডিও জানান, শিশুটির মা মানসিক ভারসাম্যহীন। শিশুটির পরিচয় সংক্রান্ত সমস্যার কারণে বার্থ সার্টিফিকেট দিতে বিলম্ব হচ্ছিল। সমস্যা মিটিয়ে দুয়ারে সরকার শিবিরে বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button