বিচিত্রতা

হাতে ডিম রেখে যুক্তরাজ্যের রেকর্ড ভাঙল ইরান!

হাতে ডিম রেখে যুক্তরাজ্যের রেকর্ড ভাঙল ইরান! - West Bengal News 24

যুক্তরাজ্যের জ্যাক হ্যারিস হাতে ১৮টি ডিম রেখে গিনেস বুক রেকর্ড গড়েছিলেন গতবার। কিন্তু এবার তার সেই রেকর্ড ভাঙলেন ইরানের নাসিরিয়ার ইব্রাহিম সাদেক। তবে স্বাভাবিকভাবে নয়, হাতের উল্টো পিঠে ১৮টি ডিম রাখার ভারসাম্যের জন্য তার এ খেতাব মিলেছে।

সাদেক জানান, নিজের হাতের উপর একটা পাথরের উপর আরেকটা পাথর রেখে ভারসাম্য বজায় রাখার খেলা দেখিয়েছিলেন এক ব্যক্তি। সেই ভারসাম্যের খেলার ভিডিও ক্লিপ দেখেই অনুপ্রাণিত হয়েছিলেন তিনি।

আরও পড়ুন :: অভিশপ্ত ছবিটি কিনলেই জীবনে ঘটবে বিপর্যয়!

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নির্দেশিকা অনুযায়ী, এমন অবস্থায় ডিমগুলো ন্যূনতম পাঁচ সেকেন্ডের জন্য অন্য কোনো সমর্থন ছাড়াই ভারসাম্য বজায় রাখতে হবে। গিনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, শ্বাস-প্রশ্বাসের সঙ্গে দেহের ওঠা নামা ভারসাম্যকে প্রভাবিত করতে পারে।

তাই এ কাজের জন্য নিজের শ্বাস-প্রশ্বাস সামলাতে সক্ষম হতে হয়েছে তাকে। তবে যতো ভালো পারফরম্যান্সই থাকুক না কেন রেকর্ড গড়ার সময় সাংঘাতিক রকমের ফোকাস থাকা দরকার। যা অর্জন করা সাদেকের জন্য সত্যি কঠিন ছিল।

আরও পড়ুন ::

Back to top button