Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

অক্টোবরে ২১ দিন বন্ধ ব্যাঙ্কিং পরিষেবা! দেখে নিন তালিকা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Bank Holydays List October 2022 : অক্টোবরে ২১ দিন বন্ধ ব্যাঙ্কিং পরিষেবা! দেখে নিন তালিকা - West Bengal News 24

বাঙালির কাছে দুর্গাপুজো মানেই একরাশ আনন্দ আর চারদিন ইহুল্লোর করে কাটানো। তবে চাকরিজীবীদের কাছে কোনও উৎসব অনুষ্ঠান মানেই ছুটি পাওনা। অক্টোবরে রয়েছে দুর্গাপুজো ও কালীপুজোর মতো উৎসব। সেই উপলক্ষে লম্বা ছুটি পাবেন ব্যাঙ্ককর্মীরা। অক্টোবরে মোট ২১ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। তবে এই ছুটি যে পশ্চিমবঙ্গেই , এমনটা নয়। মূলত, সামগ্রিকভাবে এই ছুটি হিসেব করা হয়েছে। তালিকা দেখে তাই এখনই চটপট সেরে নিন আপনার প্রয়োজনীয় কাজ।

রইল পূর্ণাঙ্গ তালিকা:

  • ১ অক্টোবর (শনিবার): হাফ-ইয়ার্লি ব্যাঙ্ক অ্যাকাউন্টস ক্লোজিং। গ্যাংটকে বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা।
  • ২ অক্টোবর (রবিবার): সাপ্তাহিক ছুটিতে বন্ধ ব্যাঙ্ক।
  • ৩ অক্টোবর (সোমবার): দুর্গাপুজোর অষ্টমীতে ব্যাঙ্ক বন্ধ থাকবে আগরতলা, ভুবনেশ্বর, গুয়াহাটি, ইম্ফল, কলকাতা, পাটনা এবং রাঁচিতে।
  • ৪ অক্টোবর (মঙ্গলবার): দুর্গাপুজোর মহানবমী/দশেরা/শ্রীমন্ত শংকরদেবের জন্মবার্ষিকী। আগরতলা, বেঙ্গালুরু, চেন্নাই, গ্যাংটক, গুয়াহাটি, কানপুর, ভুবনেশ্বর,কোচি, পাটনা, কলকাতা, লখনউ, এবং রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ।
  • ৫ অক্টোবর (মঙ্গলবার): দুর্গাপুজোর বিজয়া দশমী/দশেরা/শ্রীমন্ত শংকরদেবে জন্মোৎসব। মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, লখনউ, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং, শিমলা, শ্রীনগর আগরতলা, আমদাবাদ, আইজল, বেলাপুুর, বেঙ্গালুরু, ভোপাল, গুয়াহাটি, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, কলকাতা, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ৬ অক্টোবর (বুধবার): গ্যাংটকে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে।
  • ৭ অক্টোবর (বৃহস্পতিবার): ওইদিনও গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ৮ অক্টোবর (শনিবার): ফতেহা দোয়াজ দাহাম এবং দ্বিতীয় শনিবার। তাছাড়া সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক।
  • ৯ অক্টোবর (রবিবার): সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক।
  • ১৩ অক্টোবর (বৃহস্পতিবার): করওয়া চৌথ উৎসবে শিমলায় ব্যাঙ্ক বন্ধ।
  • ১৪ অক্টোবর (শুক্রবার): ফতেহা দোয়াজ দাহামের পরবর্তী শুক্রবার। জম্মু এবং শ্রীনগরে সেইদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১৬ অক্টোবর (রবিবার): সাপ্তাহিক ছুটি হিসেবে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
  • ১৮ অক্টোবর (মঙ্গলবার): কাটি বিহু। সেইদিন গুয়াহাটিতে বন্ধ থাকছে ব্যাঙ্কিং পরিষেবা।
  • ২২ অক্টোবর ( চতুর্থ শনিবার): সাপ্তাহিক ছুটিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
  • ২৩ অক্টোবর (রবিবার): সাপ্তাহিক ছুটি উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
  • ২৪ অক্টোবর (সোমবার): কালীপুজো/দীপাবলি/ভূত চতুর্দেশী। ওইদিন গুয়াহাটি, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, কলকাতা, লখনউ, মুম্বই, শ্রীনগর, তিরুবনন্তপুরম, আগরতলা, আমদাবাদ, আইজল, বেলাপুুর, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং এবং শিমলায় বন্ধ ব্যাঙ্কিং পরিষেবা।
  • ২৫ অক্টোবর (মঙ্গলবার): গোবর্ধন পুজো, লক্ষ্মীপুজো/দীপাবলি। সেইদিন গ্যাংটক, হায়দরাবাদ, ইম্ফল এবং জয়পুরে ব্যাঙ্ক বন্ধ থাকছে।
  • ২৬ অক্টোবর (বুধবার): গোবর্ধন পুজো/ভাইভিজ, লক্ষ্মীপুজো, দীপাবলি (প্রতিপদ)/অ্যাকসেশন ডে উপলক্ষে আহমেদাবাদ, বেলাপুর, মুম্বই, নাগপুর, শিমলা, বেঙ্গালুরু, দেরাদুন, গ্যাংটক, জম্মু, কানপুর, লখনউ, এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২৭ অক্টোবর (বৃহস্পতিবার): ভাইফোঁটা/চিত্রগুপ্ত জয়ন্তী/লক্ষ্মীপুজো। ইম্ফল, কানপুর, গ্যাংটক এবং লখনউয়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
  • ৩০ অক্টোবর (রবিবার): সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক।
  • ৩১ অক্টোবর (সোমবার): ছটপুজো/ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী। রাঁচি, আহমেদাবাদ এবং পাটনায় সেইদিন ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে।

আরও পড়ুন ::

Back to top button