জলপাইগুড়ি

মালবাজার পরিদর্শনে বিজেপির প্রতিনিধিদল, ঘুরে দেখবে দুর্ঘটনাস্থল 

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Malbazar Flash Flood : মালবাজার পরিদর্শনে বিজেপির প্রতিনিধিদল, ঘুরে দেখবে দুর্ঘটনাস্থল - West Bengal News 24

দশমীর দিন জলপাইগুড়ি জেলার মালবাজারে মাল নদীতে হড়পা বানে প্রাণ হারিয়েছেন ৮ জন।

ওই ঘটনায় শুক্রবার মালবাজার পরিদর্শনে যাচ্ছে বিজেপির এক প্রতিনিধি দল।প্রতিনিধি দলে রয়েছেন বিধায়ক দীপক বর্মন, সাংসদ জয়ন্ত রায়, বিধায়ক শঙ্কর ঘোষ, জলপাইগুড়ি জেলার বিজেপি প্রেসিডেন্ট বাপি গোস্বামী, মনোজ টিগ্গা, বিধায়ক পুনা ভেংরা, বিধায়ক কৌশিক রায়, বিধায়ক বিষ্ণুপদ রায়, বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। এদিন সকাল ১০টা নাগাদ জলপাইগুড়ি জেলার চালসা থেকে এই প্রতিনিধি দলের মাল নদীর উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালবাজারের মাল নদীতে প্রতিমা বিসর্জন উপলক্ষে বহু লোকের সামগম ঘটে। নিরঞ্জনের ঘাট এর চারদিকে দাঁড়িয়েছিলেন অসংখ্য দর্শনার্থী। প্রতিমা নিয়ে আসা ট্রাকগুলিকেও নদীর ধারে রাখা হয়েছিল। রাত সাড়ে আটটা নাগাদ আচমকা নদীতে হড়পা বান আসে৷ কিছু বুঝে ওঠার আগেই নদীর জল হু হু করে বাড়তে থাকে। মুহূর্তের মধ্যে নদী ছেড়ে নিরাপদ স্থানে উঠে আসার চেষ্টা করেন অনেকে। কিন্তু ২৫ জনের বেশি মানুষকে জলের স্রোত টেনে নিয়ে যায়। ভেসে যায় প্রতিমা বয়ে নিয়ে আসা ট্রাকও। তীব্র স্রোতে ভেসে যান অনেকেই। মারা যান আটজন। নিখোঁজ অসংখ্য মানুষ।

এদিকে এই ঘটনার প্রভাব পড়েছে রাজনীতির ময়দানে। বিশেষ করে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এই দুর্ঘটনার জন্য প্রশাসনিক ব্যর্থতাকেই দায়ী করেছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আগেই জানিয়েছেন, মালবাজারের ঘটনা পরিকল্পিত খুন। প্রশাসনকে কাঠগড়ায় তুলে ইতিমধ্যেই টুইট করেছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। টুইটারে তিনি লিখেছেন, ‘এই ঘটনার দায় প্রশাসনকে নিতেই হবে।’ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও সরব হয়েছেন অস্থায়ী বাঁধ দেওয়া নিয়ে।

বিজেপি সূত্রের খবর, ৯ সদস্যর প্রতিনিধিদল এদিন সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে রাজ্য বিজেপি নেতৃত্বকে রিপোর্ট পেশ করবে।

আরও পড়ুন ::

Back to top button