জানা-অজানা

ঘুমের মধ্যে মনে হয় আপনি কাঁদছেন? জেনে নিন কারণ

ঘুমের মধ্যে মনে হয় আপনি কাঁদছেন? জেনে নিন কারণ

গভীর নিদ্রায় আচ্ছন্ন। ঠিক তখনই মনে হল আপনি কাঁদছেন। এমন অবস্থায় ঘুম ভেঙে গেল আর আপনি ভাবতে বসলেন, স্বপ্নে কাঁদছিলেন নাকি সত্যি। অনেকে মনে করেন এই ধরণের উপসর্গ হয়তো কোনও গভীর মনোরোগের কারণ।

তবে মার্কিন বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা থেকে জানা গেছে, এগুলো আসলে কোনও রোগই নয়, বরং আমাদের অবচেতন মনের কাজ।

মনোবিদরা জানাচ্ছেন, স্বপ্নে নিজেকে কাঁদতে দেখা মোটেই খারাপ কিছু নয়। তার মতে, মানুষের চোখ দেখেই তার ভিতরের আত্মা সম্পর্কে আন্দাজ করা যায়। তাই তিনি চোখকে ‘আত্মার জানালা’ বলে মনে করেন। ঘুমানোর সময়ে মানুষের অবচেতন মন বেরিয়ে পড়ে। ফলে ঘুমের মধ্যে কাঁদা মানে আত্মার শোধন হওয়া।

আরও পড়ুন :: মুখের দুর্গন্ধ দূর করতে এলাচ খাওয়ার উপযুক্ত সময় কখন? জেনে নিন

মনোবিদদের কথায়, যারা বহুদিন ধরেই কোনো না কোনো সমস্যায় ভুগছিলেন, তারা স্বপ্নে নিজেকে কাঁদতে দেখার পরে অনেকটাই সেইসব মানসিক সমস্যা থেকে মুক্ত বলে মনে করেন।

আরও সহজ ভাবে বলতে গেলে, কোনও কিছু থেকে মানুষ দুঃখ পাওয়ার পরে স্বপ্নে কাঁদার মাধ্যমে সেই দুঃখ অনেকটাই দূর হয়ে যায়। তাই এবার থেকে স্বপ্নে নিজেকে কাঁদতে দেখলে ভয় পাবেন না। বরং জানবেন বহুদিন ধরে চলা সমস্যা থেকে মুক্তি পেতে যাচ্ছেন আপনি।

আরও পড়ুন ::

Back to top button