চলতি বছর কি সব পুজোতেই ব্যাঘাত ঘটাবে বৃষ্টি? পূর্বাভাসে আবহাওয়া দফতর যা জানিয়েছে, তাতে এই আশঙ্কাই ঘিরে ধরেছে রাজ্যবাসীকে। দুর্গাপুজোতে বৃষ্টি মাথায় নিয়ে প্রতিমা দর্শনে বেরিয়েছেন সবাই। রাস্তায় নেমেছিল দর্শনার্থীদের ঢল। এবার কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া? ভাইফোঁটাও কি ভাসবে?
এই বিষয়ে শোনালো আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কালীপুজোর সময়ই আছড়ে পড়তে পারে সুপার সাইক্লোন ‘সিত্রাং’? তবে এখনই বড় কোনও আশঙ্কা নেই।
এদিকে বৃষ্টি নিয়ে সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। শনিবার সন্ধ্যাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে কলকাতায়। আগামী কয়েকদিনও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরই করতে শুরু করবে বৃষ্টির পরিমাণ। আগামী চার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মূলত শুষ্ক থাকবে বলেই জানা গিয়েছে। শীঘ্রই বাংলা থেকে বিদায় নিতে চলেছে বর্ষা।
এর পাশাপাশি উত্তরবঙ্গেও রবিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে শুরু করবে। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফলে বাংলায় বর্ষা এবছরের মতো ইনিংস শেষ করতে চলেছে বলেই মনে করছেন আবহবিদরা।