নভেম্বরেই রাজ্যে আসছেন মোদি-শাহ! তুঙ্গে রাজনৈতিক জল্পনা
নভেম্বরেই রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ।
সাক্ষাৎ হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে। আর এই সম্ভাবনা প্রকাশ্যে আসার পর থেকেই বাড়ছে রাজনৈতিক জল্পনা। ওয়াকিবহাল মহলের মতে, একই মাসে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্যে আসা রাজনৈতিক ক্ষেত্রে যথেষ্ট তাতপর্যপূর্ণ।
শাহ আসবেন নভেম্বরের শুরুতেই। এই তথ্য সামনে এসেছে আগেই। নভেম্বরের ৫ তারিখ তিনি আসছেন রাজ্যে। পূর্বাচল পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনি এক বৈঠকে যোগ দেবেন। যেখানে হাজির থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
মমতা ব্যানার্জি ওই বৈঠকের পরিষদের ভাইস চেয়ারপার্সন হিসেবে হাজির থাকবেন। সূত্রের খবর, নভেম্বরের শুরুতে শাহি সফরের পরেই, মাসের শেষে রাজ্যে আসতে পারেন মোদি।
নমামি গঙ্গে কর্মসূচির কারণেই তিনি বাংলায় আসতে পারেন নভেম্বরের শেষের দিকে। সেখানেই দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সাক্ষাতের সম্ভাবনা। এর আগেই দুজনের সাক্ষাৎ হয়েছিল দিল্লিতে।
মোদি-মমতার দিল্লির বৈঠক নিয়ে বিরোধীরা কটাক্ষ করেছিল বিস্তর। তার পরেই নভেম্বরের শেষে মোদি রাজ্যে এলে সাক্ষাৎ হতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীর।