জাতীয়

গুজরাতে বিজেপির প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন ৩৮ বিধায়ক

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Gujarat Elections 2022 : গুজরাতে বিজেপির প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন ৩৮ বিধায়ক - West Bengal News 24

বৃহস্পতিবার গুজরাত বিধানসভা ভোটের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব।

জানা গিয়েছে, গুজরাতে বিজেপির প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন ৩৮-এর বেশি জয়ী বিধায়ক। প্রথম দফার তালিকায় স্থান পেলেন ৬৯ জন জয়ী বিধায়ক, নতুন এলেন ৩৮ জন। এদিন মোট ১৮২ আসনের মধ্যে ১৬০ জনের তালিকা ঘোষণা করে বিজেপি৷ বাদ পড়া গুরুত্বপূর্ণ নামের মধ্যে রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীন প্যাটেল, প্রাক্তন মন্ত্রী আরসি ফালদু ও প্রবীন নেতা প্রদীপ সিং জাদেজা৷

ভূপেন্দ্র যাদব বলেন, ‘‘দল নিজের ১২৭ আসন জেতার রেকর্ড ভাঙতে চেষ্টা করবে৷ আমরা এ বার ১৫০-এর বেশি আসন জিততে পারব৷’’

দলীয় সূত্রে জানা গিয়েছে, যাঁরা ভোটে না দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন, তাঁদের সবাইকেই প্রার্থী তালিকা থেকে ছেঁটে ফেলার কথা ছিল। ঠিক যেভাবে গতবছর সেপ্টেম্বরে গোটা রুপানি সরকারকে আমূল বদলে দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

নির্বাচনে এ বার বিজেপি প্রার্থী করে একসময়ে কংগ্রেসের নেতা হার্দিক প্যাটেলকে৷ গুজরাতের বিজেপি প্রধান সিআর পাতিল বলেছেন, এ বারে আরও শক্তিশালী বিজেপিকে দেখবে বিরোধীরা৷

আরও পড়ুন ::

Back to top button