রাজ্য

রাজ্যভাগের চক্রান্তের অভিযোগে কোচবিহারে ১ হাজার কিলোমিটার মিছিল তৃণমূলের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

রাজ্যভাগের চক্রান্তের অভিযোগে কোচবিহারে ১ হাজার কিলোমিটার মিছিল তৃণমূলের

‘বঙ্গভঙ্গ চাই না’। এই স্লোগানে রবিবার সকালে ১ হাজার কিলোমিটারের মিছিল শুরু করেছে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস। প্রথম পর্যায়ে মিছিল শুরু হয়েছে কোচবিহার চকচকা হরিমন্দির এলাকা থেকে। শেষ মারুগঞ্জে।

মূলত, রাজ্যভাগের চক্রান্তের অভিযোগে ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের পদত্যাগের দাবিতেই এই মিছিল বলে জানা গিয়েছে।

এই দিনের এই মিছিলে ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, প্রাক্তন মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন-সহ দলের শীর্ষনেতারা।

মিছিলে অংশগ্রহণকারীরা গর্জে ওঠেন। অভিজিৎ দে ভৌমিক বলেন, ‘‘বঙ্গভঙ্গের চক্রান্তের বিরুদ্ধে এবং কোচবিহারের লজ্জা আমাদের সাংসদ নিশীথ প্রামাণিকের পদত্যাগের দাবি নিয়ে এই মিছিলের আয়োজন করা হয়েছে।

মিছিল প্রথম পর্যায়ে শুরু হয়েছে ৷ আজ থেকে ১ হাজার কিলোমিটার পথ চলবে মিছিল। কোচবিহার জেলার ১২৮টি গ্রাম পঞ্চায়েতে ঘুরবে মিছিল।

আরও পড়ুন ::

Back to top button